২৪ মাসের মধ্যে জামনগরে AI প্রকল্প গড়ে তুলবে রিলায়েন্স! বড় ঘোষণা আকাশ আম্বানির
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Akash Ambani- প্রযুক্তির যুগে রিলায়েন্স জামনগরকে বিশ্বের দরবারে তুলে ধরতে চায়। রিলায়েন্সের জামনগর রিফাইনারি গত সপ্তাহে ২৫ বছরে পা রেখেছে। ২৮ ডিসেম্বর, ১৯৯৯-এ রিলায়েন্স জামনগরে তাদের প্রথম রিফাইনারি চালু করেছিল।
মুম্বই: আকাশ আম্বানি, ডিরেক্টর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড বৃহস্পতিবার জামনগরে AI পরিকাঠামো বিকাশের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। জামনগর শহর রিলায়েন্স পরিবারের কাছে আবেগের আরেক নাম। আর সেখানেই নতুন প্রকল্পের সূচনায় আম্বানি পরিবার প্রতিশ্রুতিবদ্ধ।
ইশা আম্বানি এবং অনন্ত আম্বানির যৌথ চেষ্টায় রিলায়েন্স দেশের শ্রীবৃদ্ধির জন্য কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। জামনগর রিফাইনারি-র ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। “আমরা জামনগরে যে AI পরিকাঠামোতে কাজ শুরু করেছি তা গোটা দেশ, তথা বিশ্বকে কাজের নিরিখে এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতের দিকে।”
আরও পড়ুন- জামনগর রিফাইনারির ২৫ বছর পূর্তি! মন ছুঁয়ে যাওয়া বার্তা জানালেন ইশা! জানুন
তিনি বলেন, “আমরা ইতিমধ্যে জামনগরে কাজ শুরু করেছি। ইশা, অনন্ত এবং আমি, আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। জামনগর সর্বদা আমাদের রিলায়েন্স পরিবারের গহনা হয়ে থাকবে। এটি আমার পিতা-মাতা-সহ সমগ্র রিলায়েন্স পরিবারের কাছে আমাদের প্রতিশ্রুতি।”
advertisement
advertisement
#WATCH | "AI Infrastructure that we have commenced working in Jamnagar will make not only Jamnagar a leader in AI infrastructure but will also place it among the top rank in the world." Akash Ambani addresses the Reliance employees, their families gathered to celebrate the 25… pic.twitter.com/keVzXrOLPl
— Moneycontrol (@moneycontrolcom) January 2, 2025
advertisement
প্রযুক্তির যুগে রিলায়েন্স জামনগরকে বিশ্বের দরবারে তুলে ধরতে চায়। রিলায়েন্সের জামনগর রিফাইনারি গত সপ্তাহে ২৫ বছরে পা রেখেছে। ২৮ ডিসেম্বর, ১৯৯৯-এ রিলায়েন্স জামনগরে তাদের প্রথম রিফাইনারি চালু করেছিল।
আরও পড়ুন- ভয়ঙ্কর ঘটনা! দিনের পর দিন ঝামেলা, স্ত্রীকে বাড়ির ছাদ ঠেলে ফেল দিল স্বামী, জানুন
জামনগরের রিফাইনারি এখন ইঞ্জিনিয়ারিং বিস্ময়, যা ভারতের গর্ব বলে মনে করেন আকাশ। সেই সময় অনেক বিশেষজ্ঞ ধীরুভাই আম্বানিকে মরুভূমি অঞ্চলে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছিলেন। তখন সেখানে রাস্তা, বিদ্যুৎ, এমনকী পর্যাপ্ত পানীয় জল ছিল না। তবে ধীরুভাই নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যান। তিনি শুধু একটি শিল্প কারখানা নয়, একটি জনপদ তৈরি করতে চেয়েছিলেন।
advertisement
আজ জামনগর রিফাইনারি কমপ্লেক্সে বিশ্বের বহু বড় ইউনিট রয়েছে। যেমন ফ্লুইডাইজড ক্যাটালিটিক ক্র্যাকার (এফসিসি), কোকার, অ্যালকাইলেশন, প্যারাক্সিলিন, পলিপ্রোপিলিন, রিফাইনারি অফ-গ্যাস ক্র্যাকার (আরওজিসি), এবং পেটকোক গ্যাসিফিকেশন প্ল্যান্ট।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2025 7:26 PM IST