Husband Pushed Woman from Roof: ভয়ঙ্কর ঘটনা! দিনের পর দিন ঝামেলা, স্ত্রীকে ছাদ থেকে ঠেলে দিল স্বামী...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Husband Pushed Woman from Roof: বাড়ির ছাদ থেকে 'ধাক্কা' মেরে এক মহিলাকে ফেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে৷ ওই মহিলা মারা গিয়েছেন বলে পুলিশ জানিয়েছে, বিস্তারিত জানুন...
গুরুগ্রাম: নতুন বছরে হরিয়ানায় ভয়ঙ্কর ঘটনা। একটি বাড়ির ছাদ থেকে ‘ধাক্কা’ মেরে এক মহিলাকে ফেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে৷ ওই মহিলা মারা গিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় মহিলার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ওই মহিলার ভাই তারেশ বিজয়ারণ৷ তিনি অবশ্য অন্য কথা বলছেন৷ তারেশের মতে, তার দিদি ছাদ থেকে পড়েনি, তাকে খুন করা হয়েছে৷ তিনি বলছিলেন, ৩০ ডিসেম্বর তিনি খবর পান যে, তার বোন রিতু শশুরবাড়ির ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন৷ কিন্তু সেটা আসল ঘটনা নয়৷
advertisement
advertisement
তারেশ জানিয়েছেন, তার সঙ্গে দিদির দিন কয়েক আগেই কথা হয়েছিল৷ দিদি খুব কাঁদছিল কারণ, তার শ্বশুরবাড়ির লোক তার উপর মাত্রাতিরিক্ত অত্যাচার করছিল৷ তাঁর কথায়, “গত সোমবার, আমার বোন আমাকে ফোন করে কাঁদছিল। সে বলেছিল যে তার স্বামী রোহিত, শাশুড়ি কান্তা এবং শশুর রাজবীর তাকে মারধর করছেন। এই অত্যাচার প্রায়ই ওরা করত৷” পরে, তাকে জানানো হয় যে রিতু ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে, পুলিশ জানিয়েছে।
advertisement
“আমার বোন রিতুকে চতুর্থ তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল, যার কারণে তার মৃত্যু হয়েছে৷ ও ছাঁদ থেকে লাফ দিয়েছে বলে বিশ্বাস করি না৷” তারেশ অভিযোগ করেন।
অভিযোগের পর, মঙ্গলবার সেক্টর ৫ থানায় একটি এফআইআর রুজু করা হয় এবং ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রোহিত এবং তার বাবা মঙ্গলবার গ্রেপ্তার হন, এবং তার মা আজ গ্রেপ্তার হন, পুলিশ জানিয়েছে।
advertisement
গুরুগ্রাম পুলিশের একজন মুখপাত্র বলেছেন, “আমরা রোহিতকে এক দিনের পুলিশ হেফাজতে নিয়েছি, আর তার মা বাবাকে শহরের আদালতে হাজির করার পর বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2025 3:59 PM IST