মাঝেরহাট, ফাঁসিদেওয়ার পর এবার যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে এই ব্রিজটিও
Last Updated:
#মেমারি: মাঝেরহাটের পর ফাঁসিদেওয়া। ব্রিজ আতঙ্ক তাড়া করছে জেলাগুলিতেও। বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ ব্রিজ জোড়াসাঁকো সেতুও বেহাল। ব্রিজ দিয়ে যাতায়াত করে বহু পণ্যবাহী লরি ও ট্রাক। কিন্তু দু'বছর পর পর নাম কা ওয়াস্তে রক্ষণাবেক্ষণ। পণ্যবাহী লরির চাপে একদিকে হেলে পড়েছে ডিভিসি ক্যানালের উপর জোড়াসাঁকো সেতু।
আরও পড়ুন: জ্বালানির দাম নিয়ে BJP-র 'সত্যি' ট্যুইট শুধরে দিল কংগ্রেস! চূড়ান্ত হাসাহাসি সোশ্যাল মিডিয়ায়
কলকাতার পর এবার ব্রিজ আতঙ্ক জেলাতেও। মেমারি-তারকেশ্বর রাজ্য সড়কের উপর ডিভিসি ক্যানাল সেতু দীর্ঘদিন ধরেই বেহাল। সেতুর পরতে পরতে রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট। মেমারির পারিজাতনগরের জোড়াসাঁকো সেতুর হালে আতঙ্কিত জেলাবাসী। ব্রিজের গায়ে দেখা গিয়েছে একাধিক ফাটল। কোনও কোনও জায়গায় সামান্য হেলেও পড়েছে ব্রিজ। ব্রিজের উপরেও বড় বড় গর্ত। জায়গায় জায়গায় বেরিয়ে পড়েছে রড। ব্রিজের ফাটল িদয়ে শাখা-প্রশাখা বিস্তার করেছে বট অশ্বথ। ফাটল দিয়ে জল চুঁইয়ে পড়ে মরচে পড়ে গেছে ব্রিজের রডগুলিতে।
advertisement
advertisement
আগে মালবাহী ভারী লরি বা ট্রাক গেলে দুলত সেতু। এখন জায়গায় জায়গায় পিলারের উপরের স্প্রিং বসে গেছে। ভারবহনের ক্ষমতা কমে যাওয়ায় এখন ভারী লরি গেলেই কাঁপছে সেতুটি। যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা, আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।
advertisement
আরও পড়ুন: দাম কমল প্রায় ২ টাকা, জনগণের স্বার্থে পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত এই ২ রাজ্যের
জেলায় বেশ কিছু সেতুই বেহাল। মেনে নিলেন জেলা পরিষদ সভাধিপতিও। অবিলম্বে জেলা প্রশাসনকে সবকটি বেহাল ব্রিজ রক্ষণাবেক্ষণের পর রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2018 7:49 AM IST