দাম কমল প্রায় ২ টাকা, জনগণের স্বার্থে পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত এই ২ রাজ্যের

Last Updated:

মধ্যবিত্তকে বাড়তি চাপ থেকে মুক্তি দিতে এগিয়ে এল দুই রাজ্য সরকার ৷

#চেন্নাই: নিত‍্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ‍্যাস, পেট্রোপণ‍্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, বাম ও কংগ্রেস সহ ২১টি রাজনৈতিক দলের ডাকে দেশ জুড়ে চলছে ভারত বনধ ৷ কিন্তু অব্যাহত জ্বালানির দাম বৃদ্ধি ৷ সোমবারও ২৩ পয়সা দাম বাড়ে পেট্রোপণ্যের ৷ এদিকে টাকা মাটিতে, জ্বালানি আকাশে। ক্রমেই চাপ বাড়ছে সাধারণ মানুষের উপর। মধ্যবিত্তকে বাড়তি চাপ থেকে মুক্তি দিতে এগিয়ে এল দুই রাজ্য সরকার ৷
পেট্রোপণ্যের দামে লাগাম পড়াতে না পারলেও সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে ভ্যাট কমানোর কথা ঘোষণা করে রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ সরকার ৷ সোমবার পেট্রোল ও ডিজেলের উপর ৪ শতাংশ ভ্যাট কমানোর কথা ঘোষণা করে বিজেপি শাসিত রাজস্থান সরকার ৷ এর আগে পেট্রোলের উপর রাজস্থানে ভ্যাট ছিল ৩০ শতাংশ ৷ যা এখন ২৬ শতাংশ ৷ আর ডিজেলের ভ্যাট ২২ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১৮ শতাংশ ৷ এর ফলে রাজস্থানে লিটার প্রতি ২.৫০ টাকা করে কমেছে পেট্রোল-ডিজেলের দাম ৷ সোমবার থেকেই লাগু নয়া সিদ্ধান্ত ৷ এর ফলে রাজ্য প্রায় ২ হাজার কোটি রাজস্ব খোয়াবে বলে জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
একইদিনে রাজ্যবাসীর কথা ভেবে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করে অন্ধ্রপ্রদেশের TDP সরকার ৷ সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পেট্রোল ও ডিজেলে লিটার প্রতি ২ টাকা করে কমানোর কথা ঘোষণা করেন ৷ মঙ্গলবার থেকেই অন্ধ্রপ্রদেশে নতুন দামে পেট্রোল ও ডিজেল কিনতে পারবেন রাজ্যবাসী ৷
advertisement
আরও পড়ুন 
বিশেষজ্ঞদের মতে, এই দুই রাজ্যের সিদ্ধান্তের জেরে ভ্যাট কমানোর জন্য চাপ বাড়বে বাকি রাজ্যের উপরেও ৷ এর আগে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে রাজ্যগুলিকে ভ্যাট কমানোর প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দাম কমল প্রায় ২ টাকা, জনগণের স্বার্থে পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত এই ২ রাজ্যের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement