তেলের দামে পুড়ছে দেশ! কেন্দ্র বলল, 'আমাদের কিছু করার নেই'

Last Updated:

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, আন্তর্জাতিক কারণগুলির জন্যই তেলের দাম বাড়ছে৷ কেন্দ্রের হাতে নেই সমাধান৷ একইসঙ্গে বিরোধীদের কটাক্ষ, জনগণের সমর্থন নেই বন্‌ধে৷

#নয়াদিল্লি: জ্বালানির দাম বৃদ্ধিতে নাজেহাল মানুষ৷ ভারত বন্‌ধের ডাক দিয়েছে কংগ্রেস৷ প্রতিদিন লাফিয়ে বাড়ছে দাম৷ পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও দাম৷ জ্বালানির দাম নিয়ে যখন উত্তাল দেশ, তখন বিজেপি-র বক্তব্য, সমস্যার সমাধান তাদের হাতে নেই৷
সোমবার কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, আন্তর্জাতিক কারণগুলির জন্যই তেলের দাম বাড়ছে৷ কেন্দ্রের হাতে নেই সমাধান৷ একইসঙ্গে বিরোধীদের কটাক্ষ, জনগণের সমর্থন নেই বন্‌ধে৷ তাই জোর করে হিংসার সৃষ্টি করছে কংগ্রেস ও তার সহযোগী দলগুলি৷
কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ
advertisement
advertisement
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, 'সাধারণ মানুষের এই অসুবিধায় আমরা পাশে আছি৷ কিন্ত‌ু সমস্যার সমাধান আমাদের হাতে নেই৷' মোদি সরকারের প্রশস্তি গেয়ে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, মুদ্রাস্ফীতির হার কমাতে একাধিক পদক্ষেপ করেছে মোদি সরকার৷ সাফল্যও এসেছে৷ কিন্তু জ্বালানির এই দামবৃদ্ধি 'সাময়িক অসুবিধা'৷
রবিশংকর প্রসাদের দাবি, 'কেন ভারতবাসী বন্‌ধ থেকে মুখ ফেরাল? কারণ, তাঁরা বুঝেছেন, জ্বালানির এই দাম বৃদ্ধি সাময়িক৷ ভারত সরকার ও সাধারণ মানুষের আয়ত্তের বাইরে৷ আজকের বন্‌ধ একেবারেই অসফল৷ আমরা তীব্র নিন্দা করছি বিরোধীদের সংগঠিত হিংসার৷'
advertisement
দেখুন: শহরে রমরিয়ে চলছে কাটা তেলের কারবার
বাংলা খবর/ খবর/দেশ/
তেলের দামে পুড়ছে দেশ! কেন্দ্র বলল, 'আমাদের কিছু করার নেই'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement