জ্বালানির দাম নিয়ে BJP-র 'সত্যি' ট্যুইট শুধরে দিল কংগ্রেস! চূড়ান্ত হাসাহাসি সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

#MehangiPadiModiSarkar ট্যাগে পাল্টা দিল কংগ্রেস৷ বিজেপি-র অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি গ্রাফিক পোস্ট করে৷ তাতে ইউপিএ সরকারের আমলের সময় থেকে জ্বালানির দামের বৃদ্ধির হার দেওয়া হয়৷

নয়াদিল্লি: জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে যখন উত্তাল গোটা দেশ, বন্‌ধের পথে বিরোধীরা, তখন সোশ্যাল মিডিয়ায় 'সত্যি' জানাতে গিয়ে এমন ভুল করল বিজেপি, যে সারাদিন চলল রসিকতা৷ সব কিছুর নেপথ্যে একটি ভুল গ্রাফিক৷
advertisement
সুযোগ ছাড়েনি কংগ্রেস৷ #MehangiPadiModiSarkar ট্যাগে পাল্টা দিল কংগ্রেস৷ বিজেপি-র অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি গ্রাফিক পোস্ট করে৷ তাতে ইউপিএ সরকারের আমলের সময় থেকে জ্বালানির দামের বৃদ্ধির হার দেওয়া হয়৷ গ্রাফিকে দেখা গেল, সবচেয়ে বেশি দাম বেড়েছে মোদি সরকারের আমলে৷ উপরে আবার লেখা, 'ট্রুথ অফ হাইক ইন পেট্রোলিয়াম প্রাইসেস'৷
advertisement
এরপরই শুরু হয়ে যায় মজা৷ কংগ্রেস একই রকম গ্রাফিক পোস্ট করে দেখিয়ে দেয়, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে থাকা সত্ত্বেও ইউপিএ আমলে ভারতে পেট্রোপণ্যের দাম কম ছিল৷
বাংলা খবর/ খবর/দেশ/
জ্বালানির দাম নিয়ে BJP-র 'সত্যি' ট্যুইট শুধরে দিল কংগ্রেস! চূড়ান্ত হাসাহাসি সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement