Aeroplane Pilot accused: লন্ডনে একসঙ্গে বিমানে ছিলেন, সেই বিমান সেবিকাকেই জোর করে সঙ্গমের অভিযোগ পাইলটের বিরুদ্ধে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Aeroplane Pilot accused: এবার যৌন নির্যাতনের বলি বিমান সেবিকা! নিজের বাড়িতে ডেকে ২৩ বছর বয়সি এক বিমান সেবিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বিমানের পাইলটের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঠাণে এলাকার মীরা রোডে।
মুম্বই: এবার যৌন নির্যাতনের বলি বিমান সেবিকা! নিজের বাড়িতে ডেকে ২৩ বছর বয়সি এক বিমান সেবিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বিমানের পাইলটের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঠাণে এলাকার মীরা রোডে।
সমাজমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানা গিয়েছে, এই সপ্তাহেই লন্ডনগামী একটি বিমানে ডিউটি পড়েছিল ওই বিমান সেবিকার। তারপরে সেখান থেকে মুম্বইতে ফিরে দুজনেই নিজের বাড়িতে চলে যান। মীরা রোডে ওই পাইলট এবং বিমান সেবিকা থাকতেন।
advertisement
advertisement
বিমান সেবিকার অভিযোগ, ওই সময়ে বিমানের পাইলট বিমান সেবিকাকে নিজের বাড়িতে ডাকেন, পরে তিনি বিমান সেবিকার বাড়িতে আসবেন বলেও আশ্বাস দেন। বিমানসেবিকার অভিযোগ সেখানে গেলে ওই বিমান সেবিকাকে ধর্ষণ করেন পাইলট।
বিমান সেবিকা ঘটনার পরেই নবঘর থানায় অভিযোগ দায়ের করেন, পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কেন ওই তরুণী সেখানে গিয়েছিলেন, কী কী ঘটেছিল, সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। তবে বিমান সেবিকাক ধর্ষণের ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, পাশাপাশি নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 20, 2025 4:54 PM IST