Relationship news: ৬০০০ টাকায় রাশিয়ান, ২০০০-এ ইন্ডিয়ান, হোয়াটসঅ্যাপে আসত ছবি! খোঁজ নিতেই যা পেল পুলিশ...
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Relationship news: সুন্দরী মেয়ে চাইলে যোগ দিন এই WhatsApp গ্রুপে... কিছু দিন ধরে এমনই মেসেজ কানপুরে নিয়মিত দেখা যাচ্ছিল। তদন্ত করতে গিয়েই ঘুম উড়ে গেল পুলিশের।
advertisement
কানপুরে হোয়াটস অ্যাপ মেসেজের সূত্র ধরেই অনলাইন দেহ ব্যবসা র‍্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ। জানা গিয়েছে, এই দলটি WhatsApp এর মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করত। যৌনকর্মীদের ছবি এবং খরচ আগে থেকেই পাঠানো হতো। গ্রাহক পছন্দ করার পর মেয়েদের হোটেল, বাড়ি বা অন্য জায়গায় পাঠানো হত। Representative Image
advertisement
advertisement
বিদেশি তরুণী এবং কলেজের ছাত্রীদের কাজে লাগানো হতএই কাজে শুধু স্থানীয় মেয়েরাই নয়, রাশিয়ান তরুণীদেরও কাজে লাগানো হত। এছাড়া, অনেক কলেজ ছাত্রীও এখানে কাজ করত। পুলিশ ঘটনাস্থল থেকে ওই চক্রের দুই পাণ্ডা, দুই তরুণী এবং সাত গ্রাহককে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন যুবতী এবং দুই নাবালকও রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অনেক আপত্তিকর সামগ্রীও বাজেয়াপ্ত করেছে। Representative Image
advertisement