Mystery news: নাগেরবাজারে আলমারির মধ্যে মানুষের হাত! নাড়াচাড়া করতেই যা বেরোল... চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

Mystery news: নাগেরবাজারের এমসি গার্ডেন রোড এলাকায় একটি স্কুল চালাতেন সুপর্না ধারা নামে বছর ৫৭-র এক মহিলা। কিন্তু গত নভেম্বরে স্কুল বন্ধ হয়ে যায়। তারপর থেকেই খোঁজ মিলছিল না সুপর্না দেবীর।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: নাগেরবাজারের এমসি গার্ডেন রোড এলাকায় একটি স্কুল চালাতেন সুপর্না ধারা নামে বছর ৫৭-র এক মহিলা। কিন্তু গত নভেম্বরে স্কুল বন্ধ হয়ে যায়। তারপর থেকেই খোঁজ মিলছিল না সুপর্না দেবীর।
মাস ছয়েক আগে স্থানীয়রা পচা গন্ধ পেয়ে নাগেরবাজার থানায় খবর দেয়। পুলিশ এসে সুপর্না দেবীর বাড়ি তল্লাশি অভিযান চালায়। কিন্তু কোন দেহ উদ্ধার হয়নি। এরপরে এলাকাবাসির ধারণা হয় স্বভাবগত ভাবেই সুপর্না দেবী হয়ত কোথাও ঘুরতে যান। এরপর গতকাল সুপর্না দেবীর এক বোন এসে নাগেরবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন।
advertisement
advertisement
শনিবার পুলিশের তরফে ফের একবার তল্লাশি অভিযান চালানো হলে আলমারির পাশে জামা কাপড় স্তুপের মধ্যে থেকে একটি কঙ্কালের হাত দেখতে পাওয়া যায়। এরপরেই একটি কঙ্কাল উদ্ধার সেখান থেকে।
আরও পড়ুন: বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গে, ২৪ জুলাই থেকে নতুন বিপদ! আবহাওয়ার বিরাট আপডেট
পুলিশ মেডিক্যাল পরিক্ষার মাধ্যমে কঙ্কালটি কার সেটি জানার চেষ্টা করছে। যদিও স্থানীয়দের অনুমান সেটি সুপর্না দেবীর কঙ্কাল হবে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নাগেরবাজারের এমসি গার্ডেন রোড এলাকায়। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mystery news: নাগেরবাজারে আলমারির মধ্যে মানুষের হাত! নাড়াচাড়া করতেই যা বেরোল... চক্ষু চড়কগাছ সকলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement