Indian Railways: চলন্ত গরিবরথ এক্সপ্রেসে হঠাৎ প্রবল ঝাঁকুনি, বিকট শব্দ! ব্যাস, দাউ দাউ করে আগুন, ফের ট্রেন দুর্ঘটনা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indian Railways: শনিবার ফের ট্রেন দুর্ঘটনা, গরীবরথ এক্সপ্রেসের ঘটনা। শনিবার সকালে ভোর তিনটের দিকে সেন্দড়া রেলওয়ে স্টেশনের কাছে হট্টগোল শুরু হয়। গরিবরথ এক্সপ্রেস (১২২১৬) ট্রেনের ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া উঠতে শুরু করে, তারপরেই দাউ দাউ করে আগুন।
শনিবার ফের ট্রেন দুর্ঘটনা, গরিবরথ এক্সপ্রেসের ঘটনা। শনিবার সকালে ভোর তিনটের দিকে সেন্দড়া রেলওয়ে স্টেশনের কাছে হট্টগোল শুরু হয়। গরীব রথ এক্সপ্রেস (১২২১৬) ট্রেনের ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া উঠতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সেই সময় মুম্বই থেকে দিল্লি যাচ্ছিল ট্রেনটি। Image: PTI
advertisement
advertisement
advertisement
যখন মধ্যরাতে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে তখন প্রায় ৫০০ যাত্রী সেই সময়ে ট্রেনে ছিলেন, বেশিরভাগই ঘুমিয়েছিলেন। হঠাৎই ইঞ্জিন থেকে জোরে শব্দ এবং ধোঁয়া বের হতে দেখা যায়। প্রথমে কেউ বুঝতে পারেনি, কিন্তু কিছুক্ষণ পর বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে ইঞ্জিনে আগুন লেগেছে। অনেক যাত্রীই আতঙ্কিত হয়ে পড়েন। Representative Image
advertisement