African elephant Shankar : সঙ্গিনীকে হারিয়ে দীর্ঘ দিন নিঃসঙ্গ, শঙ্করকে জন্মভূমিতে ফেরত পাঠাতে সরব পশুপ্রেমীরা

Last Updated:

পুরুষ হাতিটির নাম ‘শঙ্কর’ (African elephant Shankar ) রাখা হয়েছিল শঙ্করদয়াল শর্মার নামের অনুসরণে৷

নয়াদিল্লি : প্রায় সিকি দশক আগে তৎকালীন জিম্বাবোয়ে সরকার তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মাকে বিশেষ উপহার পাঠিয়েছিলেন৷ উপহার ছিল এক জোড়া নবীন হাতি৷ আফ্রিকার অরণ্য থেকে বিশেষ বিমানে তাদের দিল্লিতে পাঠানো হয়েছিল৷ রাখা হয়েছিল শহরের চিড়িয়াখানায়৷ পুরুষ হাতিটির নাম ‘শঙ্কর’ (African elephant Shankar ) রাখা হয়েছিল শঙ্করদয়াল শর্মার নামের অনুসরণে৷ মাদী হাতির নাম রাখা হয়েছিল ‘বোম্বাই’৷ ভারতে আসার কিছু বছর পরই মারা যায় বোম্বাই৷ শঙ্কর এখনও বন্দি দিল্লির চিড়িয়াখানায়, একাকী৷
নিঃসঙ্গ শঙ্করের জন্য সোচ্চার ১৬ বছর বয়সি নিকিতা ধওয়ান৷ ষোড়শী এই পশুপ্রেমী দিল্লির চিড়িয়াখানায় গিয়েছিলেন সেপ্টেম্বরে৷ শঙ্করকে দেখে তিনি আশাহত৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘শঙ্করের অবস্থা করুণ’’৷ পশুকল্যাণে স্বেচ্ছাসেবী সংস্থা চালানো নিকিতার মনে করেন দীর্ঘ দিন একা থাকার ফলে শঙ্করের অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে৷ তিনি আবেদন করেছেন, চিড়িয়াখানা থেকে শঙ্করকে যেন আফ্রিকান হাতিদের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: ব্রিটেনের রানি নবতিপর দ্বিতীয় এলিজাবেথের হাত ধরে আত্মপ্রকাশ রাজকীয় টোম্যাটো কেচাপের
চিড়িয়াখানার প্রাক্তন ডিরেক্টর রমেশ পাণ্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এশীয় হাতিদের সঙ্গে শঙ্কর কোনওভাবেই মেশেনি৷ সে নিজে একবগ্গা থেকেছে৷ অন্যদিকে হস্তী বিশারদদের মতে, ঘেরাটোপে দীর্ঘ দিন থাকার ফলে হাতিদের স্নায়ুতন্ত্রে বিশেষ প্রভাব পড়ে৷
advertisement
আরও পড়ুন: নামেই সুবাসিত! ‘ল্যাভেন্ডার ম্যারেজ’ ঠিক কী ধরনের বিয়ে?
ইতিমধ্যেই শঙ্করের জন্য স্বাক্ষর সংগ্রহ অভিযানে সামিল হয়েছেন নিকিতা ধওয়ন৷ ১ লক্ষ ২৫ হাজারের বেশি স্বাক্ষর সংগৃহীত হয়েছে৷ ভারতের চিড়িয়াখানায় দু’টি আফ্রিকান হাতি আছে৷ দিল্লি ছাড়া অন্য আফ্রিকান পুরুষ হাতিটি আছে কর্নাটকের মহীশূর চিড়িয়াখানায়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
African elephant Shankar : সঙ্গিনীকে হারিয়ে দীর্ঘ দিন নিঃসঙ্গ, শঙ্করকে জন্মভূমিতে ফেরত পাঠাতে সরব পশুপ্রেমীরা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement