Royal Ketchup : ব্রিটেনের রানি নবতিপর দ্বিতীয় এলিজাবেথের হাত ধরে আত্মপ্রকাশ রাজকীয় টোম্যাটো কেচাপের

Last Updated:

Royal Ketchup : রাজকীয় গন্ধমাখা এই ব্র্যান্ডের টোম্যাটো কেচাপ ও ব্রাউন সস তৈরি হয় নরফোকে ব্রিটিশ রাজ পরিবারের স্যান্ড্রিংহ্যাম এস্টেটে৷ যে উপকরণ দিয়ে তৈরি হয়, সে সবও উৎপন্ন হয় ওই এস্টেটেই৷

লন্ডন : ব্রিটিশ রাজপরিবার সংক্রান্ত খবর যাঁরা নিয়মিত অনুসরণ করেন, তাঁরা জানেন যে রানি দ্বিতীয় এলিজাবেথ বার্গারভক্ত৷ ‘ব্রিটিশ হেরিটেজ ট্র্যাভেল’-এ চমকপ্রদ তথ্য জানিয়েছেন রয়্যাল শ্যেফ ড্যারেন ও’গ্র্যাডি৷ তিনি দেড় দশক ধরে ব্রিটিশ রাজপরিবারের জন্য রান্না করেছেন৷ তাঁর কথায়, রানি দ্বিতীয় এলিজাবেথ ( Queen Elizabeth second of Great Britain) ফাস্টফুড এড়িয়ে চলেন৷ একটি ক্ষেত্রেই রয়েছে ব্যতিক্রম, তা হল তিনি কাস্টমাইজড হ্যামবার্গার খান, কিন্তু বান ছাড়া৷ তাঁর পছন্দ অপছন্দকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয় সেই হ্যামবার্গার৷
আরও পড়ুন : বিয়ের পরে আয়েশ করে খিচুড়ি-বেগুনভাজার স্বাদে বুঁদ মৌনী
সম্প্রতি ‘রয়্যাল এস্টেট’ বলে একটি ব্র্যান্ডের আত্মপ্রকাশ ঘটেছে রানির কল্যাণে৷ ‘দ্য সান’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ব্র্যান্ডের দু’টি জিনিস পাওয়া যায়-টোম্যাটো কেচাপ ও ব্রাউন সস (Royal Ketchup )৷ ব্রিটিশ রান্নায় প্রচলিত ব্রাউন সস সাধারণত জনপ্রিয় উরস্টারশায়ার সসের বিকল্প৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : ব্যান্ডবাদ্যি বাজিয়ে ঘোড়ার গাড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রায় সদ্যোজাত নাতনিকে অভ্যর্থনা বাড়িতে
প্রচলিত বিশ্বাস, রাজকীয় গন্ধমাখা এই ব্র্যান্ডের টোম্যাটো কেচাপ ও ব্রাউন সস তৈরি হয় নরফোকে ব্রিটিশ রাজ পরিবারের স্যান্ড্রিংহ্যাম এস্টেটে৷ যে উপকরণ দিয়ে তৈরি হয়, সে সবও উৎপন্ন হয় ওই এস্টেটেই৷ এখানেই শেষ নয়৷ শোনা যাচ্ছে, অদূর ভবিষ্যতে এই এক্সক্লুসিভ খাবার পাওয়া যাবে অনলাইন শপে, সাধারণ মানুষের জন্য৷ কত দাম হবে এই রাজকীয় খাবারের? ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যাচ্ছে, প্রায় ২৮৪ গ্রাম টোম্যাটো কেচাপ বা ব্রাউন সসের দাম হবে প্রায় ৯ ডলারের বেশি বা ভারতীয় মুদ্রায় ৬৭০ টাকা৷
advertisement
টোম্যাটো কেচাপকে বিজ্ঞাপিত করা হচ্ছে এই বলে যে ‘‘দিনের যে কোনও সময়ে প্রাতরাশের সময় এই কেচাপ আদর্শ৷’’ কেচাপের মূল উপকরণ খেজুর, আপেলরস এবং মশলাপাতিো৷ অন্যদিকে, ব্রাউন সস তৈরি করা হয় ভিনিগার ও মশলা দিয়ে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Royal Ketchup : ব্রিটেনের রানি নবতিপর দ্বিতীয় এলিজাবেথের হাত ধরে আত্মপ্রকাশ রাজকীয় টোম্যাটো কেচাপের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement