Mouni Roy enjoys Bengali Meal: বিয়ের পরে আয়েশ করে খিচুড়ি-বেগুনভাজার স্বাদে বুঁদ মৌনী

Last Updated:

বাঙালিয়ানার আমেজে ভরা সেই খাবারের মধ্যে আছে এক ও অদ্বিতীয় খিচুড়ি এবং বেগুনভাজা৷(Mouni Roy enjoys Bengali Meal)

মুম্বই: মধ্য মাঘে সামাজিক মাধ্যমে হঠাৎ বসন্ত এসেছিল মৌনী রায়ের বিয়ের সানাইয়ে৷ দীর্ঘ দিনের প্রেমিক দুবাইপ্রবাসী ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনী গাঁটছড়া বাঁধেন গোয়ায়, গত ২৭ জানুয়ারি৷ ঘোয়া অথচ জমকালো আসরে প্রথমে দক্ষিণী ও পরে বাঙালি মতে সাতপাকে বাঁধা পড়েন সুরজ-মৌনী জুটি (Mouni Roy and Suraj Nambiar wedding)৷
বি টাউনের অনেক তারকাই এই বিয়ের আসরে ছিলেন আমন্ত্রিত৷ তাঁরা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বিয়ের ছবি৷ প্রচুর ছবি শেয়ার করেছেম মৌনী নিজেও৷ বিয়ের ভোজের পাশাপাশি মৌনী ছবি শেয়ার করেছেন আটপৌরে খাবারেরও৷ বাঙালিয়ানার আমেজে ভরা সেই খাবারের মধ্যে আছে এক ও অদ্বিতীয় খিচুড়ি এবং বেগুনভাজা৷(Mouni Roy enjoys Bengali Meal)
advertisement
advertisement
আরও পড়ুন : ‘অবশেষে আমি তাঁকে পেলাম’, নববধূ মৌনীর সলাজ উচ্ছ্বাস
বাঙালি শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকা মৌনীকে তাঁর বিয়ের এক দিন পর দেখা গিয়েছে আয়েশ করে খিচুড়ি আর বেগুনভাজা খেতে৷ খাবারের ছবি শেয়ার করে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘‘FAVVVVVV’’৷ এখানেই অবশ্য শেষ হয়নি আহারপর্ব৷ খিচুড়ি বেগুনভাজার পরে ছিল এক পেয়ালা হট চকোলেট এবং মার্শমেলো৷ চিরকালীন বাঙালিয়ানার পাশাপাশি সেদু’টিও যথেষ্ট সুখদৃশ্য৷
advertisement
আরও পড়ুন : মাথাপাটি, কোমরবন্ধনী, বালা থেকে লালপাড় সাদা শাড়ি, মৌনীর কনেসাজে মিশে গেল মালয়লি ও বাঙালি ঐতিহ্য
যে অনুরাগীরা মৌনীকে নিয়মিত ইনস্টাগ্রামে অনুসরণ করেন, তাঁরা জানেন মৌনী নিয়মিত সেখানে খাবারের ছবি শেয়ার করেন৷ ২১.৬ মিলিয়ন ফলোয়ারের কাছে সমাদৃত মৌনীর শেয়ার করা খাবারের ছবি৷ তাঁর ‘গৃহপ্রবেশ’ রীতিতে তিনি কী খাবারে আপ্যায়িত হয়েছেন, মৌনী দিয়েছেন তার ছবিও৷ সেখানে দেখা যাচ্ছে স্ট্রবেরি দেওয়া লোভনীয় কেক৷ ছবির সঙ্গে মৌনী লিখেছেন, ‘‘আমার জন্য আমার আমির কাছ থেকে...তোমাদের সকলের জন্য আমি কৃতজ্ঞ’’৷
advertisement
আরও পড়ুন : গাঁটছড়া বাঁধার পরও সামাজিক মাধ্যমে হলুদ বসন্ত মৌনীর প্রাক বিয়ের পার্বণে
কাজের ক্ষেত্রে নাগিন-খ্যাত মৌনী রায়কে শেষ বার দেখা গিয়েছে ‘লন্ডন কনফিডেনশিয়াল’ ছবিতে৷ গত বছর ছবিটির প্রেমিয়ার হয়েছিল গত বছর, ওটিটি প্ল্যাটফর্মে৷ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে মৌনীকে দেখা যাবে রণবীর কপূর, আলিয়া ভট্টের সঙ্গে অভিনয় করতে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mouni Roy enjoys Bengali Meal: বিয়ের পরে আয়েশ করে খিচুড়ি-বেগুনভাজার স্বাদে বুঁদ মৌনী
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement