Mouni Roy enjoys Bengali Meal: বিয়ের পরে আয়েশ করে খিচুড়ি-বেগুনভাজার স্বাদে বুঁদ মৌনী

Last Updated:

বাঙালিয়ানার আমেজে ভরা সেই খাবারের মধ্যে আছে এক ও অদ্বিতীয় খিচুড়ি এবং বেগুনভাজা৷(Mouni Roy enjoys Bengali Meal)

মুম্বই: মধ্য মাঘে সামাজিক মাধ্যমে হঠাৎ বসন্ত এসেছিল মৌনী রায়ের বিয়ের সানাইয়ে৷ দীর্ঘ দিনের প্রেমিক দুবাইপ্রবাসী ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনী গাঁটছড়া বাঁধেন গোয়ায়, গত ২৭ জানুয়ারি৷ ঘোয়া অথচ জমকালো আসরে প্রথমে দক্ষিণী ও পরে বাঙালি মতে সাতপাকে বাঁধা পড়েন সুরজ-মৌনী জুটি (Mouni Roy and Suraj Nambiar wedding)৷
বি টাউনের অনেক তারকাই এই বিয়ের আসরে ছিলেন আমন্ত্রিত৷ তাঁরা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বিয়ের ছবি৷ প্রচুর ছবি শেয়ার করেছেম মৌনী নিজেও৷ বিয়ের ভোজের পাশাপাশি মৌনী ছবি শেয়ার করেছেন আটপৌরে খাবারেরও৷ বাঙালিয়ানার আমেজে ভরা সেই খাবারের মধ্যে আছে এক ও অদ্বিতীয় খিচুড়ি এবং বেগুনভাজা৷(Mouni Roy enjoys Bengali Meal)
advertisement
advertisement
আরও পড়ুন : ‘অবশেষে আমি তাঁকে পেলাম’, নববধূ মৌনীর সলাজ উচ্ছ্বাস
বাঙালি শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকা মৌনীকে তাঁর বিয়ের এক দিন পর দেখা গিয়েছে আয়েশ করে খিচুড়ি আর বেগুনভাজা খেতে৷ খাবারের ছবি শেয়ার করে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘‘FAVVVVVV’’৷ এখানেই অবশ্য শেষ হয়নি আহারপর্ব৷ খিচুড়ি বেগুনভাজার পরে ছিল এক পেয়ালা হট চকোলেট এবং মার্শমেলো৷ চিরকালীন বাঙালিয়ানার পাশাপাশি সেদু’টিও যথেষ্ট সুখদৃশ্য৷
advertisement
আরও পড়ুন : মাথাপাটি, কোমরবন্ধনী, বালা থেকে লালপাড় সাদা শাড়ি, মৌনীর কনেসাজে মিশে গেল মালয়লি ও বাঙালি ঐতিহ্য
যে অনুরাগীরা মৌনীকে নিয়মিত ইনস্টাগ্রামে অনুসরণ করেন, তাঁরা জানেন মৌনী নিয়মিত সেখানে খাবারের ছবি শেয়ার করেন৷ ২১.৬ মিলিয়ন ফলোয়ারের কাছে সমাদৃত মৌনীর শেয়ার করা খাবারের ছবি৷ তাঁর ‘গৃহপ্রবেশ’ রীতিতে তিনি কী খাবারে আপ্যায়িত হয়েছেন, মৌনী দিয়েছেন তার ছবিও৷ সেখানে দেখা যাচ্ছে স্ট্রবেরি দেওয়া লোভনীয় কেক৷ ছবির সঙ্গে মৌনী লিখেছেন, ‘‘আমার জন্য আমার আমির কাছ থেকে...তোমাদের সকলের জন্য আমি কৃতজ্ঞ’’৷
advertisement
আরও পড়ুন : গাঁটছড়া বাঁধার পরও সামাজিক মাধ্যমে হলুদ বসন্ত মৌনীর প্রাক বিয়ের পার্বণে
কাজের ক্ষেত্রে নাগিন-খ্যাত মৌনী রায়কে শেষ বার দেখা গিয়েছে ‘লন্ডন কনফিডেনশিয়াল’ ছবিতে৷ গত বছর ছবিটির প্রেমিয়ার হয়েছিল গত বছর, ওটিটি প্ল্যাটফর্মে৷ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে মৌনীকে দেখা যাবে রণবীর কপূর, আলিয়া ভট্টের সঙ্গে অভিনয় করতে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mouni Roy enjoys Bengali Meal: বিয়ের পরে আয়েশ করে খিচুড়ি-বেগুনভাজার স্বাদে বুঁদ মৌনী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement