Mouni Roy on her wedding: ‘অবশেষে আমি তাঁকে পেলাম’, নববধূ মৌনীর সলাজ উচ্ছ্বাস

Last Updated:

আপনাদের ভালবাসা ও আশীর্বাদ চাই৷’’ (Mouni Roy expresses her joy after getting married to Suraj Nambiar)

মুম্বই : দীর্ঘ প্রেম পরিণতি পেয়েছে পরিণয়ে৷ খুশির রেশ ছড়িয়ে পড়েছে মৌনী রায়ের সামাজিক মাধ্যমের বার্তায়৷ ট্যুইটারে বিয়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘‘অবশেষে আমি তাঁকে পেলাম৷ দু’জনের হাতে হাত, পরিবার ও বন্ধুদের আশীর্বাদ, আমরা বিবাহিত! আপনাদের ভালবাসা ও আশীর্বাদ চাই৷’’ (Mouni Roy expresses her joy after getting married to Suraj Nambiar)
দীর্ঘ দিনের প্রেমিক সুরজ নাম্বিয়ারকে বিয়ে করেছেন মৌনী৷ বৃহস্পতিবার সকালে তাঁদের বিয়ে মালয়লি রীতিতে৷ বাঙালি ও মালয়লি ঘরানায় সেজেছিলেন মৌনী৷ লালপাড় সাদা শাড়ির সঙ্গে পরেন ‘টেম্পল জুয়েলারি’ নক্সার বিভিন্ন অলঙ্কার৷ মালয়লি রীতি মেনে মৌনীর গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন৷ এদিন সন্ধ্যায় বাঙালি রেওয়াজ অনুযায়ী সাতপাকে বাঁধা পড়বেন মৌনী-সুরজ৷
আরও পড়ুন : মাথাপাটি, কোমরবন্ধনী, বালা থেকে লালপাড় সাদা শাড়ি, মৌনীর কনেসাজে মিশে গেল মালয়লি ও বাঙালি ঐতিহ্য
বিয়ের আগে প্রাক বিয়ে উদযাপনও ছিল চোখে পড়ার মতো৷ গোয়ার সমুদ্রসৈকতে এক নামী রিসর্টে বসেছিল সঙ্গীত মেহন্দি ও হলদির অনুষ্ঠানের আসর৷ পরেছিলেন কড়িকাজের হলুদ পোশাক৷
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by mon (@imouniroy)

advertisement
আরও পড়ুন : গাঁটছড়া বাঁধার পরও সামাজিক মাধ্যমে হলুদ বসন্ত মৌনীর প্রাক বিয়ের পার্বণে
তবে সামাজিক মাধ্যমে মৌনী-সুরজের বিয়ের উদযাপন শুরু হয়েছে আলিঙ্গন দিয়ে৷ বিয়ের কিছু ক্ষণ আগে নেটিজেনদের সঙ্গে সুরজের পরিচয় করিয়ে দেন মৌনী৷ সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ছিলেন দু’জনে৷ একে অপরকে আলিঙ্গন করে ছিলেন৷ ছবির সঙ্গে মৌনী লেখেন, ‘এভরিথিং’৷ অর্থাৎ সুরজই তাঁর সব৷
advertisement
আরও পড়ুন : হাই স্লিট স্কার্ট ও ব্রালেটে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন ঊর্বশী রাউতেলা!
২০০৬ সালে ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে অভিনয় দিয়ে মৌনী রায়ের অভিনেত্রীজীবনের যাত্রাপথ শুরু৷ এর পর ‘কস্তুরী’, ‘পতি পত্নী অউর উয়ো’, ‘নাগিন ১’ এবং ‘নাগিন২’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন মৌনী৷ বেশ কিছু রিয়্যালিটি শো-এও অংশ নিয়েছেন তিনি৷
advertisement
‘তুম বিন ২’, ‘গোল্ড’-সহ একাধিক ছবিতে কাজ করেছেন মৌনী৷ তাঁর বিয়ের ছবি ইন্টারনেটে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mouni Roy on her wedding: ‘অবশেষে আমি তাঁকে পেলাম’, নববধূ মৌনীর সলাজ উচ্ছ্বাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement