Mouni Roy bridal look: মাথাপাটি, কোমরবন্ধনী, বালা থেকে লালপাড় সাদা শাড়ি, মৌনীর কনেসাজে মিশে গেল মালয়লি ও বাঙালি ঐতিহ্য

Last Updated:

Mouni Roy bridal look: মৌনীর অলঙ্কারের নক্সাতেও বাঙালি ও মালয়লি রীতি মিশেছে এক বিন্দুতে৷ দুই ঘরানার ছাপ স্পষ্ট অলঙ্কারের নক্সায়৷

মুম্বই : মৌনী-সুরজের বিয়েতে মিলেমিশে একাকার বাঙালি ও মালয়লি রীতি রেওয়াজ ঐতিহ্য৷ দীর্ঘ দিনের প্রেমিক সুরজকে বৃহস্পতিবার মৌনী বিয়ে করলেন মালয়লি রীতিতে৷ কনেসাজে মৌনীর পরনে ছিল সনাতনী বাঙালি লালসাদা যুগলবন্দি (Mouni Roy wedding)৷ সাদা শাড়িতে চওড়া লাল জরিপাড়৷
মৌনীর অলঙ্কারের নক্সাতেও বাঙালি ও মালয়লি রীতি মিশেছে এক বিন্দুতে৷ দুই ঘরানার ছাপ স্পষ্ট অলঙ্কারের নক্সায়৷ বিয়ের দিনের জন্য মৌনী বেছে নিয়েছেন চিরাচরিত দক্ষিণী ঘরানার ‘টেম্পল জুয়েলারি’৷ সনাতনী নক্সায় অলঙ্কারের মধ্যে ছিল গণেশমূর্তির লকেট-সহ হার, চোকার, মাথাপাটি, কোমরবন্ধনী ও বালা৷ বিনুনিতে বাঁধা কেশসজ্জায় অলঙ্কার ছাড়াও ছিল ফুল৷ এছাড়া কাজলকালো চোখ ও ঠোঁটের লিপস্টিক ছাড়া মৌনীর মেকআপ ছিল মৃদু৷
advertisement
আরও পড়ুন : গাঁটছড়া বাঁধার পরও সামাজিক মাধ্যমে হলুদ বসন্ত মৌনীর প্রাক বিয়ের পার্বণে
অন্যদিকে বর সুরজের পরনে ছিল বেইজ কুর্তা এবং কেরলের সনাতনী সোনালি পাড় সাদা বস্ত্রখণ্ড ‘মুণ্ডু’৷ মালয়লি রীতি মেনে মৌনীর গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন সুরজ৷
advertisement
View this post on Instagram

A post shared by @bollywood__gossip

advertisement
আরও পড়ুন :  বিয়ের বেনারসি কেনার সময়ে এই ব্যাপারগুলো মাথায় রাখতে ভুলবেন না
অনাড়ম্বর মালয়লি বিয়ের সজ্জা ছিল ফুল৷ সকালে মালয়লি রীতিতে বিয়ের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বাঙালি রীতিতে সাতপাকে বাঁধা পড়বেন এই জুটি৷ সূত্র থেকে জানা যাচ্ছে রাতে বিয়ের বাসরে মৌনী পরবেন সব্যসাচীর নক্সায় তৈরি শাড়ি৷
advertisement
advertisement
মৌনী সুরজের প্রাক বিয়ের অনুষ্ঠান হলদি ও মেহন্দিও ছিল চোখ ধাঁধাঁনো৷ মৌনী পরেছিলেন পায়েল সিঙ্ঘলের নক্সায় তৈরি হলুদ লেহঙ্গা ও ধূসর টাসলস৷ তাঁদের প্রাক বিয়ের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন অর্জুন বিজলানি এবং মন্দিরা বেদী৷ তাঁদের প্রাক বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মন্দিরা৷ ছবির সঙ্গে তিনি লেখেন ‘‘মন, সুরজ...সুতরাং সব শুরু হল৷ আমি তোমাদের দু’জনকে ভালবাসি৷ তোমরা জানোও না তোমাদের আমি কত ভালবাসি৷’’ পরে মৌনী-সুরজের বিয়ের পর নববিবাহিত দম্পতিকেও শুভেচ্ছা জানান মন্দিরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mouni Roy bridal look: মাথাপাটি, কোমরবন্ধনী, বালা থেকে লালপাড় সাদা শাড়ি, মৌনীর কনেসাজে মিশে গেল মালয়লি ও বাঙালি ঐতিহ্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement