Accident: ভরা রাস্তায় ধেয়ে এল দানব বাস, পিষল একের পর এক গাড়ি, পথচারীদের! মুম্বইয়ের রাস্তা রক্তে লাল, ভয়ঙ্কর ভিডিও দেখে শিউরে উঠবেন

Last Updated:

Accident Viral Video: ভয়াবহের চেয়েও ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল কুর্লা। সোমবার রাতে মুম্বইয়ের কুর্লায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস জনবহুল রাস্তায় পথচারীদের চাপা দিয়ে দেয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় কমপক্ষে ছ'জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন।

মুম্বইয়ের কুর্লায় বাস দুর্ঘটনা
মুম্বইয়ের কুর্লায় বাস দুর্ঘটনা
মুম্বই, কুর্লাঃ ভয়াবহের চেয়েও ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল কুর্লা। সোমবার রাতে মুম্বইয়ের কুর্লায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস জনবহুল রাস্তায় পথচারীদের চাপা দিয়ে দেয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় কমপক্ষে ছ’জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কুর্লার বিএমসিএল ওয়ার্ডের কাছে। পুলিশের অনুমান, ব্রেক ফেলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সঞ্জয় মোর নামে ৫০ বছর বয়সী বাস চালককে আটক করেছে পুলিশ। ঘাতক বাসটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে, রাত সাড়ে ৯’টা নাগাদ কুর্লা রেল স্টেশন থেকে আন্ধেরিগামী একটি বাস পথচারী এবং যানবাহনে সজোরে ধাক্কা মারে এবং বুদ্ধ কলোনি নামে একটি আবাসনের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। অভিযুক্ত চালক মদ্যপ ছিলেন। ৩৩২ নম্বর রুটের কাছে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এদিন বাসটি পুলিশের জিপ-সহ অন্তত ২৫টি গাড়িকে ধাক্কা মারে। তার মধ্যে বেশ মকয়েকটি গাড়ি একেবারে ভেঙেচুরে নষ্ট হয়ে গিয়েছে। সলোমন ভবনের আরসিসি কলাম ও ১০০ মিটার জুড়ে ওই গাড়িগুলিকে ধাক্কা দেয়। আচমকা এই ঘটনায় বাসের জানালার কাচ ভেঙে গিয়েছে। বাস থামলে স্থানীয়রা চালককে ধরে ফেলেন, তারপরে তাকে মারধর করা হয়।
advertisement
আরও পড়ুনঃ বালিগঞ্জের ছোট্ট ফ্ল্যাটের ঘরে এ কী নোংরা কাণ্ড! পুলিশি তৎপরতায় গ্রেফতার ১৯, ঘটনা জানলে ভয় হবে
স্থানীয় বাসিন্দা জায়েদ আহমেদ (২৬) বলেন, স্টেশনের দিকে যাওয়ার সময় বিকট শব্দ শুনতে পাই। সময় নষ্ট না করে দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি বাস পথচারী, একটি অটোরিকশা ও তিনটি গাড়ি-সহ অন্যান্য গাড়িকে ধাক্কা দিয়েছে। চোখের সামনে রক্তে ভাসছিল আহতদের দেহ। অন্যান্য অটো এবং গাড়িতে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে ভাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার বন্ধুরাও আহতদের সাহায্য করেছে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। তিনি বলেন, ‘অনেকে রক্তাক্ত অবস্থায় পড়েছিল।’
advertisement
advertisement
আরও পড়ুনঃ দৈত্য লরির পিছনে সজোরে ধাক্কা! ঘন কুয়াশা ভেদ করে কাকভোরে হাহাকার, শান্তিপুরে রক্তে ভাসছে জাতীয় সড়ক, ৩ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
জিশান আনসারি নামে আর এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে আহতদের হাসপাতালে নিয়ে যেতে শুরু করে। তিনি বন্ধুদের সঙ্গে রয়্যাল সুইটস নামের দোকানের কাছে ছিলেন, যখন বাসটি বেপরোয়াভাবে চলছিল। বাসটি আচমকাই একাধিক যানবাহনকে ধাক্কা মারে এবং পথচারীদেরও ধাক্কা দেয় এবং বুদ্ধ কলোনিতে ঢুকে পড়ে। আমরা দৌড়ে গিয়ে বাসের চালককে বের করে নিয়ে আসি।’ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, দুর্ঘটনার পরে চালক হাসছিলেন এবং তার জন্য যে ঘটনা ঘটেছে তা উপভোগ করছিলেন।
advertisement
দেখুন ভিডিওঃ 
advertisement
শিবসেনা বিধায়ক দিলীপ লান্ডে জানিয়েছেন, সোমবার রাতে মুম্বইয়ের কুর্লা পশ্চিমের এসজি বারভে মার্গে দুর্ঘটনায় জড়িত বাসের চালক আতঙ্কিত হয়ে পড়েন। লান্ডে দাবি করেন, চালক ভুল করে ব্রেকের পরিবর্তে অ্যাক্সিলেটরে চাপ দিয়েছিলেন। দুর্ঘটনায় ইতিমধ্যেই ছ’জন মারা গিয়েছে এবং প্রায় ৪৯ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন কানিজ ফাতেমা আনসারি (৫৫), আফরিন এ শেখ (১৯), আনাম শেখ (১৮) ও শিবম কাশ্যপ (১৮)।
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: ভরা রাস্তায় ধেয়ে এল দানব বাস, পিষল একের পর এক গাড়ি, পথচারীদের! মুম্বইয়ের রাস্তা রক্তে লাল, ভয়ঙ্কর ভিডিও দেখে শিউরে উঠবেন
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement