Accident: মর্মান্তিক দুর্ঘটনা! মহাকুম্ভ থেকে আসার পথে ডিভাইডারে ধাক্কা দ্রুত গতির গাড়ির, ঘটনাস্থলেই শেষ ৬...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Accident: ফের মহাকুম্ভ থেকে পুণ্য সেড়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার এক পরিবার৷ গাড়ি ডিভাইডারে ধাক্কা লাগার পর উল্টো দিক থেকে আসা বাসেও ধাক্কা মারে, বিস্তারিত জানুন...
জবলপুর: মহাকুম্ভ থেকে স্নান সেরে ফিরছিলেন একদল তীর্থযাত্রী, কিন্তু পথেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।
সোমবার ভোর ৪:৩০ মিনিট নাগাদ মধ্যপ্রদেশের জবলপুর জেলার পাহারাওয়া এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে, এরপর সেটি দ্রুতগতির একটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ৬ জন তীর্থযাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ২ জন গুরুতর আহত হন।
advertisement
advertisement
কীভাবে ঘটল দুর্ঘটনা? প্রাপ্ত তথ্য অনুযায়ী, তীর্থযাত্রীদের বহনকারী একটি গাড়ি প্রয়াগরাজ থেকে জবলপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে সেটি সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং সামনে থেকে আসা রং সাইডের একটি দ্রুতগামী বাসের সঙ্গে সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
advertisement
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন এবং আহতদের উদ্ধারের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে সিহোরা হাসপাতালে পাঠায়। তবে অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের জবলপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। মৃতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।
advertisement
পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এই মর্মান্তিক দুর্ঘটনায় তীর্থযাত্রীদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2025 12:21 PM IST