হোম /খবর /দেশ /
তালিবানদের হাতে অপহৃত হয়েছিলেন, মুক্তি পেয়ে ভারতে ফিরলেন শিখ ধর্মগুরু

তালিবানদের হাতে অপহৃত হয়েছিলেন, মুক্তি পেয়ে ভারতে ফিরলেন শিখ ধর্মগুরু

দিল্লিতে পৌঁছলেন নিদান সিং সচদেব৷ PHOTO-ANI

দিল্লিতে পৌঁছলেন নিদান সিং সচদেব৷ PHOTO-ANI

আফগান সংখ্যালঘুদের উপরে হামলার জন্য পরোক্ষে পাকিস্তানকেই দায়ী করেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: তালিবানদের হাতে অপহৃত হয়েছিলেন৷ শেষ পর্যন্ত মুক্তি পেয়ে ভারতে ফিরলেন আফগানিস্তানের শিখ এবং হিন্দুদের ধর্মগুরু নিদান সিং সচদেব৷ নিদান সিং এবং তাঁর ১১ সঙ্গীকে বিশেষ বিমানে এ দিন কাবুল থেকে ভারতে ফেরানো হয়৷ দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দরে তাঁদের স্বাগত জানানো হয়৷

গত ২২ জুন আফগানিস্তানের পাকটিয়া প্রদেশের একটি গুরুদ্বার থেকে তাঁকে অপহরণ করা হয়েছিল৷ নিদান সিং সচদেব একজন আফগান নাগরিক৷ তিন মাস আগেই তিনি আফগানিস্তানে গিয়েছিলেন৷ নিদান সিং-এর মুক্তির পরই ভারত অভিযোগ করে, বিদেশি শক্তির মদতে আফগানিস্তানে শিখ এবং হিন্দুদের উপরে তালিবান জঙ্গিদের হামলার ঘটনা বাড়ছে৷ হিন্দু, শিখের মতো আফগান সংখ্যালঘুরা ভারতে এসে আশ্রয় নিতে চাইলে তাঁদের জরুরি ভিত্তিতে ভিসা দেওয়ার কথাও জানায় নয়াদিল্লি৷

আফগান সংখ্যালঘুদের উপরে হামলার জন্য পরোক্ষে পাকিস্তানকেই দায়ী করেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব৷ তিনি আরও জানান, আফগানিস্তানের সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্ব চাইলেও তাঁদের আবেদন খতিয়ে দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে৷ করোনা পরিস্থিতির মধ্যেও গুরুত্ব দিয়ে এই বিষয়টির দেখা হচ্ছে৷

এ বিষয়ে কাবুলের ভারতীয় দূতাবাস আফগানিস্তানের হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষকে সহযোগিতা করছে৷ সেখান থেকে তাঁদের জরুরি ভিত্তিতে ভারতে আসার ভিসা দেওয়া হচ্ছে৷ এর পর তাঁরা ভারতে পৌঁছলে আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে৷

Published by:Debamoy Ghosh
First published: