গাজিয়াবাদে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৩
Last Updated:
শুক্রবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কবিনগর এলাকা ৷ ভয়াবহ এই পথ দুর্ঘটনায় দু'জন প্রাণ হারিয়েছে, গুরুতর আহত এক পুলিশক্রমী সহ ৩ ৷
#গাজিয়াবাদ: শুক্রবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কবিনগর ৷ ভয়াবহ এই পথ দুর্ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত এক পুলিশকর্মী সহ ৩ ৷ দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারে সামনের দিকের রাখা বেশ কয়েকটি লোহার পাতে ৷
পিকআপ ভ্যান গতি হারিয়ে ধাক্কা মারতেই লোহার পাত পিকআপ ভ্য়ানের কাঁচ ভেঙে যায় ৷ ফলে সামনে বসে থাকা ২ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই ৷ পিছনে বসে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন ৷ ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷
পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ খতিয়ে দেখছে আদতে এটি আসলে কোনও দুর্ঘটনা না এর পিছনে কোনও ষড়যন্ত্র লুকিয়ে আছে ? গাড়ির মালিকের সন্ধানে চলছে জোর তল্লাশি ৷
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2018 2:02 PM IST