আরএসএস প্রতিষ্ঠাতা ভারত মায়ের এক মহান সন্তান, নাগপুরে বললেন প্রণব মুখোপাধ্যায়
Last Updated:
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বৃহস্পতিবার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের প্রধান কার্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন আরএসএসের প্রতিষ্ঠাতা কেবি হেগরেওয়ার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছেন তিনি ভারত মায়ের এক মহান সন্তান ৷
#নাগপুর: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বৃহস্পতিবার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের প্রধান কার্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন আরএসএসের প্রতিষ্ঠাতা কেবি হেডগেওয়ার ভারত মায়ের এক মহান সন্তান ৷
কেবি হেডগেওয়ার জন্মস্থান নাগপুরে অতিথি নথিভূক্তকরণ খাতায় লিখেছেন আজ আমি এখানে এসেছি ভারত মায়ের এক মহান সন্তানকে শ্রদ্ধা জানাতে ৷
নাগপুরের মাটিতে পা রাখতেই আরএসএস প্রধান মোহন ভাগবত অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতিকে ৷ আরএসএসের সদর দফতরে প্রশিক্ষণ প্রাপ্ত স্বয়ং সেবকদের সামনে তিনি আরএসএসের স্তুতি গেয়েছেন ৷
advertisement
এর আগে কংগ্রেসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল এই অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার জন্য ৷ এদিকে আরএসএসের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁদের নিমন্ত্রণ রক্ষা করে মহানুভবতার পরিচয় দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি ৷
advertisement
Location :
First Published :
June 07, 2018 7:38 PM IST