মানালিতে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে আটকে রেখে লাগাতার ৩দিন গনধর্ষণ!

Last Updated:

মানালিতে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে আটকে রেখে লাগাতার ৩দিন গনধর্ষণ!

জম্মু ও কাশ্মীর: উঠে এল হিমাচল প্রদেশের মানালি শহরের নক্কারজনক এক চিত্র! টানা তিনদিন আটকে রেখে  লাগাতার গণধর্ষণের শিকার দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী! তাকে গনধর্ষণ  করেছে পাঁচ যুবক! ছাত্রীর সঙ্গে আটকে রাখা হয়েছিল তার এক বান্ধবীকেও।
খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন শহরে। পুলিসের তরফে জানানো হয়েছে, গত ১৭ জুন থানায় অভিযোগ দায়ের হয়--দ্বাদশ শ্রেণীর দুই ছাত্রী নিখোঁজ! অভিযোগ দায়ের করেন ওই দুই ছাত্রীর পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। শেষপর্যন্ত, গত ২০ জুন ওই দুই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদের প্রথম দফায় কোনওরকম যৌন নিগ্রহের কথা বলেননি ওই দুই নাবালিকা। কিন্তু, জেরার মুখে পড়ে একজন সমস্ত ঘটনাটি বলে ফেলে। জানায়, টানা তিনদিন জোড় করে আটকে রেখে তাঁকে গনধর্ষণ করা হয়েছে। সে আরও জানায়, পাঞ্জাবের তিন যুবক ও স্থানীয় দু’‌জন তাকে ধর্ষণ করেছে।
advertisement
advertisement
কুলুর পুলিস সুপার শালিনী অগ্নিহোত্রী জানান, পাঞ্জাবের ভাতিন্ডা থেকে পুলিস তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। অন্য দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। তবে সম্মতিক্রমে এই শারীরিক সম্পর্ক হলেও তা ধর্ষণ বলেই গন্য হবে কারণ ছাত্রীটি নাবালিকা। এই ঘটনায় পকসো আইনে দায়ের করা হয়েছে এফআইআর ।
বাংলা খবর/ খবর/দেশ/
মানালিতে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে আটকে রেখে লাগাতার ৩দিন গনধর্ষণ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement