International Prize:আন্তর্জাতিক পুরস্কার পেলেন ভারতীয় ফোটোগ্রাফার, আইফোনের লেন্সেই ঘটল কামাল

Last Updated:

এটি ১৭ তম বার্ষিক আইফোনফোটোগ্রাফি অ্যাওয়ার্ড৷ সব মিলিয়ে প্রায় ১৪০টিরও বেশি দেশের ১৪হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলেন৷

মানুশ তার তোলা ছবির নাম দেয় "The gaddi boy and his goat"
মানুশ তার তোলা ছবির নাম দেয় "The gaddi boy and his goat"
বুরওয়া: বর্তমান যুগ প্রযুক্তির৷ তাই আমরা আমাদের প্রত্যেকটা মুহুর্তের ছবি ক্যামেরায় বন্দি করে রাখতে চাই৷ আইফোন আসার ফলে এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে৷
আর তাতেই ভারতকে গৌরবান্বিত করল মানুশ কালওয়ারি৷ তাঁর তোলা এক ছবি পেল আন্তর্জাতিক সম্মান৷
advertisement
ছবিটি ছিল এক হিমাচলি কিশোরের৷ সে হাত দিয়ে ধরে ছিল একটা ছাগলছানা৷ মানুশ তার তোলা ছবির নাম দেয় “The gaddi boy and his goat”৷
advertisement
ফোটো জুড়ে ছিল মানুষ ও পশুর এক অনাবিল ভালবাসার অনুভূতি৷ তার সঙ্গে বিস্তৃত সবুজ প্রান্তর তাতে বাড়তি সৌন্দর্য যোগ করেছিল৷ ছবির মধ্যে দিয়ে ফুটে ওঠা সারল্য এনে দিয়েছে আন্তর্জাতিক পুরষ্কার৷
এটি বেস্ট অফ আইফোন ফোটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০২৪ পোট্রেট বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে৷
advertisement
প্রসঙ্গত, এটি ১৭ তম বার্ষিক আইফোনফোটোগ্রাফি অ্যাওয়ার্ড৷ সব মিলিয়ে প্রায় ১৪০টিরও বেশি দেশের ১৪হাজার প্রতিযোগী এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেছিলেন৷ এত বিপুল মানুষের মধ্যে তৃতীয় স্থান লাভ করা সত্যি গৌরবের৷
এই প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেছেন রাশিয়ার একজন ফোটোগ্রাফার৷ দ্বিতীয়স্থানে রয়েছেন চিনের এনহুয়া নি৷ তিনি ভারতের বেনারসের তীর্থযাত্রীর ছবি তোলেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
International Prize:আন্তর্জাতিক পুরস্কার পেলেন ভারতীয় ফোটোগ্রাফার, আইফোনের লেন্সেই ঘটল কামাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement