International Prize:আন্তর্জাতিক পুরস্কার পেলেন ভারতীয় ফোটোগ্রাফার, আইফোনের লেন্সেই ঘটল কামাল

Last Updated:

এটি ১৭ তম বার্ষিক আইফোনফোটোগ্রাফি অ্যাওয়ার্ড৷ সব মিলিয়ে প্রায় ১৪০টিরও বেশি দেশের ১৪হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলেন৷

মানুশ তার তোলা ছবির নাম দেয় "The gaddi boy and his goat"
মানুশ তার তোলা ছবির নাম দেয় "The gaddi boy and his goat"
বুরওয়া: বর্তমান যুগ প্রযুক্তির৷ তাই আমরা আমাদের প্রত্যেকটা মুহুর্তের ছবি ক্যামেরায় বন্দি করে রাখতে চাই৷ আইফোন আসার ফলে এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে৷
আর তাতেই ভারতকে গৌরবান্বিত করল মানুশ কালওয়ারি৷ তাঁর তোলা এক ছবি পেল আন্তর্জাতিক সম্মান৷
advertisement
ছবিটি ছিল এক হিমাচলি কিশোরের৷ সে হাত দিয়ে ধরে ছিল একটা ছাগলছানা৷ মানুশ তার তোলা ছবির নাম দেয় “The gaddi boy and his goat”৷
advertisement
ফোটো জুড়ে ছিল মানুষ ও পশুর এক অনাবিল ভালবাসার অনুভূতি৷ তার সঙ্গে বিস্তৃত সবুজ প্রান্তর তাতে বাড়তি সৌন্দর্য যোগ করেছিল৷ ছবির মধ্যে দিয়ে ফুটে ওঠা সারল্য এনে দিয়েছে আন্তর্জাতিক পুরষ্কার৷
এটি বেস্ট অফ আইফোন ফোটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০২৪ পোট্রেট বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে৷
advertisement
প্রসঙ্গত, এটি ১৭ তম বার্ষিক আইফোনফোটোগ্রাফি অ্যাওয়ার্ড৷ সব মিলিয়ে প্রায় ১৪০টিরও বেশি দেশের ১৪হাজার প্রতিযোগী এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেছিলেন৷ এত বিপুল মানুষের মধ্যে তৃতীয় স্থান লাভ করা সত্যি গৌরবের৷
এই প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেছেন রাশিয়ার একজন ফোটোগ্রাফার৷ দ্বিতীয়স্থানে রয়েছেন চিনের এনহুয়া নি৷ তিনি ভারতের বেনারসের তীর্থযাত্রীর ছবি তোলেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
International Prize:আন্তর্জাতিক পুরস্কার পেলেন ভারতীয় ফোটোগ্রাফার, আইফোনের লেন্সেই ঘটল কামাল
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ মিলবে শীঘ্রই, রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে
শীতের আমেজ মিলবে শীঘ্রই, বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে
  • শীতের আমেজ মিলবে শীঘ্রই

  • রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই

  • আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে

VIEW MORE
advertisement
advertisement