Viral Video: হাতির সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে মুহূর্তে যা ঘটে গেল, হাড়হিম করা ঘটনা শুনলে চমকে উঠবেন
- Written by:Trending Desk
- local18
- Published by:Riya Das
Last Updated:
Viral Video: একটি হাতি দুলকি চালে হেঁটে চলেছে রাস্তার ডান দিক দিয়ে, জঙ্গলের ধার ঘেঁষে। গাড়ি থেকে নেমে তার পিছন পিছন হাঁটতে শুরু করেন এক যুবক।
কর্নাটক: প্রায়ই বন্যপ্রাণীর ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কখনও তাদের সঙ্গে মানুষের সখ্যও জমে ওঠে। আবার এই ধরনের ভিডিও বা ছবি তুলতে গিয়ে বিপদ ডেকে আনে মানুষ নিজেই। তেমনই একটি ভয়ঙ্কর ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একটি দাঁতাল হাতি। গাড়ির ভিতর থেকেই ভিডিও করছিলেন কেউ। খানিকবাদে ফ্রেমে ঢুকে পড়লেন এক যুবক। তাঁর হাতেও মোবাইল। বোধহয় দাঁতালের সঙ্গে সেলফি তোলার বাসনাই ছিল তাঁর। ঠিক সেই সময় ঘটে গেল ঘটনাটা। আপাতত সেই ভিডিও ভাইরাল হয়ে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
কর্নাটকের চামরাজানগর জেলার তামিলনাড়ু সীমানা লাগোয়া হাসানুরের ঘটনা। দেখা গিয়েছে, ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছিল। হঠাৎ দেখা যায় একটি হাতি দুলকি চালে হেঁটে চলেছে রাস্তার ডান দিক দিয়ে, জঙ্গলের ধার ঘেঁষে। গাড়ি থেকে নেমে তার পিছন পিছন হাঁটতে শুরু করেন এক যুবক। গাড়ির ভিতর থেকেও রেকর্ডিং করছিলেন তাঁর সঙ্গে থাকা কোনও ব্যক্তিই। সেই রেকর্ডিংয়েই দেখা গিয়েছে, যুবক কয়েক পা এগোনোর পরেই তাঁর দিকে ঘুরে যায় এক মনে চলতে থাকা হাতিটি। মুহূর্তের মধ্যে গাড়িতে উঠে পড়েন যুবক। বেঁচে যান প্রাণে। হাতিটি রাস্তা পেরিয়ে চলে আসে বাঁ দিকে গাড়ির দরজার কাছে। ততক্ষণে গাড়ির গতি বেড়ে গিয়েছে। বরাত জোরে বেঁচে যান যুবক।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। এভাবে বার বার কেন নিজদের বিপদ ডেকে আনতে চায় মানুষ। কেন হাতির কাছাকাছি গিয়ে সেলফি তোলার হিড়িক! গত কয়েক বছরে এভাবে হাতির হানায় প্রাণ গিয়েছে বহু সেলফিপ্রেমীরই। আবার মানুষের নৃশংসতার বলি হয়েছে হাতিও। ক্রমাগত কমে আসছে জঙ্গল এলাকা। যেটুকু জঙ্গল অবশিষ্ট রয়েছে সেখানেও কমছে বন্যপ্রাণীদের খাবারের সংস্থান। তাই ক্রমাগত লোকালয়ে হানা দিচ্ছে বুনো হাতির পাল। ভারতের বহু রাজ্যেই এটা সমস্যা। এদিকে বন্যপ্রাণীদের উদ্ধার বিষয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। উদ্ধার হওয়া প্রাণীদের ধরে নিয়ে অন্য বনে ছেড়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়েও উঠছে প্রশ্ন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 22, 2023 1:39 PM IST










