Jana Gana Mana: ১৯৪৭ নয়, জন গণ মন জাতীয় সঙ্গীত হয় আরও পরে, হিন্দিতে অনুবাদ করেন কে, রইল অজানা তথ্য

Last Updated:

75th Independence Day 2022: নেতাজি সংস্কৃতঘেঁষা বাংলা থেকে জাতীয় সঙ্গীত হিন্দিতে অনুবাদ করেছিলেন।

১৯১১ সালের ২৭ ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের সভায় প্রথমবার এই সঙ্গীত পরিবেশন করেন রবিঠাকুর।
১৯১১ সালের ২৭ ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের সভায় প্রথমবার এই সঙ্গীত পরিবেশন করেন রবিঠাকুর।
Happy Independence Day 2022: ‘জন গণ মন’- ভারতকে এক সুরে বাঁধার, ভারতীয়দের অখণ্ডতার চেতনায় বাঁধার সঙ্গীত। আসলে শুধু সঙ্গীত নয়, বলা ভালো এক মন্ত্র। কোটি কোটি ভারতীয়র আবেগ এবং পরিচয়ের প্রকাশ জন গণ মন। নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাভাষায় লেখা জন গণ মন ভারতের সমৃদ্ধ, বৈচিত্র্য এবং সংস্কৃতিকেই তুলে ধরে। রবিঠাকুর বাংলায় ‘ভারত ভাগ্য বিধাতা’ গানটি লিখেছিলেন। ১৯১১ সালের ২৭ ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের সভায় প্রথমবার এই সঙ্গীত পরিবেশন করেন রবিঠাকুর।
১৯৪১ সালে নেতাজি সুভাষ চন্দ্র বসু মূল গানের একটি ভিন্ন সংস্করণ গ্রহণ করেন। নেতাজি সংস্কৃতঘেঁষা বাংলা থেকে জাতীয় সঙ্গীত হিন্দিতে অনুবাদ করেছিলেন। আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন আবিদ আলি গানটি হিন্দি অনুবাদটি লেখেন এবং ক্যাপ্টেন রাম সিং সঙ্গীত রচনা করেন। জন গণ মন সঙ্গীত ইংরেজি সহ ২২ টি জাতীয় ভাষায় অনুবাদ করা হয়েছিল।
advertisement
advertisement
দেশের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের একটি ঘোষণার পর ১৯৫০ সালের ২৪ জানুয়ারি, জন গণ মন ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছিল। বাংলা ভাষায় লিখিত জন গণ মন-তে ব্যবহৃত সাধু বাংলা বা তৎসম বাংলায় ব্যাপকভাবে সংস্কৃত ছোঁয়া রয়েছে। তা সত্ত্বেও এতে ব্যবহৃত শব্দ বিভিন্ন ভারতীয় ভাষায় একই অর্থে বহন করে ফলত, মানুষ গানটির সঙ্গে আত্মিক বোধও অনুভব করেন। জাতীয় সঙ্গীতের আনুষ্ঠানিক উপস্থাপনে ৫২ সেকেন্ড সময় লাগে।
advertisement
ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 51A(a) প্রত্যেক ভারতীয় নাগরিককে ভারতের সম্মান ও শ্রদ্ধা বজায় রাখতে বাধ্য করে। এতে বলা হয়েছে, “প্রত্যেক ভারতীয় নাগরিকের সংবিধানের মূল্যবোধ এবং প্রতিষ্ঠানের পাশাপাশি জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান ও শ্রদ্ধায় উন্নত রাখার দায়িত্ব রয়েছে।” ১৯৭১ সালের জাতীয় সম্মান আইনের (৩) ধারায় জাতীয় সঙ্গীতের অসম্মান এবং এর বিধিনিষেধ ভঙ্গ করার জন্য দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jana Gana Mana: ১৯৪৭ নয়, জন গণ মন জাতীয় সঙ্গীত হয় আরও পরে, হিন্দিতে অনুবাদ করেন কে, রইল অজানা তথ্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement