Uddhav Thackeray: "শুধু তেরঙ্গা লাগালেই আপনি দেশপ্রেমিক হয়ে যাবেন না," বিজেপিকে আক্রমণ উদ্ধবের!

Last Updated:

Uddhav Thackeray on Har Ghar Tiranga: “ত্রিবর্ণ পতাকা ডিপি হিসাবে রাখা ভালোই, কিন্তু যারা নিজেদের বাড়ি ছেড়ে দেশকে রক্ষা করার জন্য সীমান্তে দাঁড়িয়ে আছে তাদের বাজেট কমানোর কথা বলা দুর্ভাগ্যজনক,” বলেন উদ্ধব।

Uddhav Thackeray
Uddhav Thackeray
#মুম্বই: “শুধু তেরঙ্গা লাগালেই আপনি দেশপ্রেমিক হয়ে যাবেন না!” বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে এভাবেই আক্রমণ করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে! শিবসেনা নেতা জানান, এটি ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অংশ তিনি জানেন, “কিন্তু আমাদের ভাবতে হবে যে স্বাধীনতার ৭৫ বছর পরে কতটা গণতন্ত্র বাকি রয়েছে দেশে।” উদ্ধবের বাবা বাল ঠাকরে ১৯৬০ সালে শুরু করেছিলেন কার্টুন ম্যাগাজিন ‘মার্মিক’। সেই কার্টুন পত্রিকার ৬২ তম প্রতিষ্ঠা দিবসে বক্তৃতা দিতে গিয়েই এই মন্তব্য করেন উদ্ধব। তিনি বলেন, “ভারতকে ‘দাসত্বের দিকে এগিয়ে যাওয়ার’ বিরুদ্ধে জনগণকে সচেতন করতে হবে কার্টুনিস্টদের”।
একটি ভাইরাল হওয়া কার্টুন সম্পর্কে কথা বলতে গিয়ে উদ্ধব বলেন, “আজকাল মাই-বাপ (পড়ুন রাজনৈতিক) সরকার প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা লাগাতে বলেছে, কিন্তু আমাকে একজন একটি ছবি দেখাল। এতে, একজন দরিদ্র লোক বলছে, ‘আমার কাছে তেরঙ্গা আছে, কিন্তু তা লাগানোর ঘর নেই’।” “আজও চিনারা অরুণাচলে প্রবেশ করছে। আমরা যদি আমাদের বাড়িতে তেরঙ্গা লাগাই তারা তো ফিরে যাবে না... তেরঙ্গা আমাদের হৃদয়েও থাকা উচিত,” বলেন উদ্ধব।
advertisement
advertisement
বিজেপিকে সশস্ত্র বাহিনীর বাজেট কমানোর জন্য অভিযুক্ত করেছেন উদ্ধব। “ত্রিবর্ণ পতাকাকে ডিপি হিসাবে রাখা ভালোই, কিন্তু যারা নিজেদের বাড়ি ছেড়ে দেশকে রক্ষা করার জন্য সীমান্তে দাঁড়িয়ে আছে তাদের বাজেট কমানোর কথা বলা দুর্ভাগ্যজনক,” বলেন তিনি।
advertisement
সম্প্রতি বিজেপি সমর্থিত শিবসেনা বিদ্রোহীরা কীভাবে তাঁর সরকারকে ফেলে দেয় তা উল্লেখ করে উদ্ধব বলেন, “সেনা নিয়োগের জন্য আপনার কাছে অর্থ নেই, অথচ রাজ্যে সরকার ফেলে দেওয়ার জন্য আপনার কাছে অর্থ আছে।”
বিজেপির বিরুদ্ধে আঞ্চলিক দলগুলিকে শেষ করার চেষ্টা করার অভিযোগ করেছেন উদ্ধব। বিহারের একই অভিযোগ তুলেছিলেন নীতীশ কুমার। বিহারে সম্প্রতি নীতীশ কুমারের জেডিইউ লালু যাদবের দলের সঙ্গে জোট ফেরাতে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Uddhav Thackeray: "শুধু তেরঙ্গা লাগালেই আপনি দেশপ্রেমিক হয়ে যাবেন না," বিজেপিকে আক্রমণ উদ্ধবের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement