Condom as Wedding Gift: জন্ম নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে বিয়ের উপহারে কন্ডোম, গর্ভনিরোধক বড়ি দেবে রাজ্য সরকার!

Last Updated:

Birth Control Awareness: বিয়ের উপহারে রইবে গর্ভনিরোধক ট্যাবলেট, কনডোম, পরিবার পরিকল্পনার পদ্ধতি এবং সুবিধাগুলির উপর একটি পুস্তিকা

Wedding Gift Condom
Wedding Gift Condom
#ওড়িশা: নববিবাহিতদের এবার পরিবার পরিকল্পনায় সাহায্য করবে রাজ্য সরকার। দেশে এমন উদ্যোগ এই প্রথম। পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বাড়াতে নববিবাহিতদের ‘বিয়ের উপহার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। আগামী সেপ্টেম্বর মাস থেকেই নববিবাহিত দম্পতিদের বিয়ের ‘কিট’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। কী থাকবে এই বিশেষ কিটে? সূত্রের খবর, সরকারের দেওয়া এই বিয়ের উপহারে রইবে গর্ভনিরোধক ট্যাবলেট, কনডোম, পরিবার পরিকল্পনার পদ্ধতি এবং সুবিধাগুলির উপর একটি পুস্তিকা এবং বিবাহের রেজিস্ট্রেশন শংসাপত্রও।
জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) ‘নয়ি পহল’ প্রকল্পের একটি অংশ হিসেবেই এই উদ্যোগ গৃহীত হয়েছে। রাজ্যের পরিবার পরিকল্পনার পরিচালক বিজয় পাণিগ্রাহী জানান, পরিবার পরিকল্পনা গ্রহণের জন্য নববিবাহিত দম্পতিদের মধ্যে সচেতনতা তৈরি করাই এর উদ্দেশ্য। জেলা ও ব্লক পর্যায় থেকে এই উদ্যোগ শুরু হবে বলে জানান তিনি।
advertisement
advertisement
এনএইচএম-এর রাজ্য মিশন পরিচালক শালিনী পণ্ডিত বলেন, “আমরাই দেশে প্রথম এই বিষয়টি চালু করব।” বিজয় পাণিগ্রাহী জানান, স্বীকৃত সামাজিক স্বাস্থ্য কর্মীরা (আশা) সেই সমস্ত পরিবার পরিদর্শন করবেন যেখানে বিবাহের কথা বার্তা চলছে বা বিয়ে নির্ধারিত রয়েছে। আশা কর্মীরাই সেই বিয়েতে এই বিশেষ কিটগুলি বিতরণ করবেন। দম্পতিদের সন্তানের জন্মের মধ্যে স্বাস্থ্যকর ব্যবধান সম্পর্কেও অবহিত করা হবে বলে জানান তিনি।
বাংলা খবর/ খবর/দেশ/
Condom as Wedding Gift: জন্ম নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে বিয়ের উপহারে কন্ডোম, গর্ভনিরোধক বড়ি দেবে রাজ্য সরকার!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement