Spiderman Folk Dance in Sonajhuri: বোলপুরে স্পাইডারম্যান! সোনাঝুরির হাটে স্পাইডারম্যানের সাঁওতালি নাচের ভিডিও ভাইরাল
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Spiderman in Sonajhuri Hat Viral Video: মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে বহুবার এলিয়েন এবং দানবদের হাত বিশ্বকে বাঁচিয়ে সুপারহিরো স্পাইডারম্যান শেষে কী না অনুব্রত মণ্ডলের এলাকায়!
#বোলপুর: নো ওয়ে হোমের পর স্পাইডারম্যান আস্তানা গড়েছে এই বঙ্গে! তাও বোলপুরে? মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে বহুবার এলিয়েন এবং দানবদের হাত বিশ্বকে বাঁচিয়ে সুপারহিরো স্পাইডারম্যান শেষে কী না অনুব্রত মণ্ডলের এলাকায়! সোনাঝুরির বনে বাংলার লোকসংগীতের তালে স্পাইডারম্যানকে নাচতে দেখে তাজ্জব অনেকেই। সোনাঝুরির হাটে স্পাইডারম্যানের পোশাকে এক ব্যক্তির নাচের ভিডিও ইন্টারনেটে ভাইরাল। হাটে বিক্রিবাটার মধ্যেই স্পাইডারম্যানের পোশাকে একজন মানুষ নেচে চলেছেন সাঁওতালি সঙ্গীতের তালে।
সাঁওতালি নৃত্যশিল্পীরা লাল হলুদ পোশাক পরে তৈরি নাচের জন্য, বেজে চলেছে সাঁওতালি নাচের তাল। মাথায় কলসী নিয়ে নাচছেন মহিলারা। ভিডিওতে দেখা যাচ্ছে স্পাইডারম্যানও আদিবাসী নৃত্য অনুকরণ করার চেষ্টা করতে করতে গোল করে নাচতে শুরু করে।
advertisement
advertisement
স্পাইডারম্যানের ‘ঠুমকা’ চোখে পড়ার মতো। কোমর নাচিয়ে, পায়ের কেরামতি দেখিয়ে সে এক অনবদ্য ব্যাপার! সাঁওতালি নৃত্যশিল্পীরাও একসময় থেমে গিয়ে হাতলাই দিয়ে স্পাইডারম্যানকে অভিবাদন জানান। আদিবাসী সঙ্গীতের তালে তালে সুপারহিরোর এই ‘দেশি’ নাচ মিস করবেন না, দেখে নিন সেই ভাইরাল ভিডিও।
advertisement
ভাইরাল ভিডিওটি কলকাতা’জ ইলিউশন ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে। ভিডিওটি অনলাইনে শেয়ার করার সময় পেজে ক্যাপশনে বলা হয়েছে, “স্পাইডারম্যান সোনাঝুরিতে অবসর উপভোগ করছে এবং সাঁওতালি নাচে কোমর দোলাচ্ছে।”
অনলাইনে আসতে না আসতেই ভাইরাল হয়ে যায় এই ভিডিও। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা হেসেই খুন। একজন আবার স্পাইডারম্যান খ্যাত অভিনেতা টম হল্যান্ডকে ট্যাগ করে জিজ্ঞাসা করেছেন, “ভারতে গোপন সফরে এসেছিলেন নাকি?”
view commentsLocation :
First Published :
August 13, 2022 5:28 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Spiderman Folk Dance in Sonajhuri: বোলপুরে স্পাইডারম্যান! সোনাঝুরির হাটে স্পাইডারম্যানের সাঁওতালি নাচের ভিডিও ভাইরাল