একদিনের জন্য পুলিশ হল ক্যান্সারে আক্রান্ত সাত বছরের অর্পিত

Last Updated:

ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার নয় ৷ ইচ্ছে ছিল বড় হয়ে পুলিশ হওয়ার ৷ বড় বড় চোর ডাকাতদের শায়েস্তা করার স্বপ্ন দেখত সে ৷ কিন্তু সেই স্বপ্ন আদৌ কি সফল হবে ?

#মুম্বই: ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার নয় ৷ ইচ্ছে ছিল বড় হয়ে পুলিশ হওয়ার ৷ বড় বড় চোর ডাকাতদের শায়েস্তা করার স্বপ্ন দেখত সে ৷ কিন্তু সেই স্বপ্ন আদৌ কি সফল হবে ? তা জানত না বছর সাতেকের অর্পিত মন্ডল ৷ কারণ মারণরোগ ক্যান্সার তার শরীরে বাসা বেঁধেছে ৷ তাই পুলিশ হওয়ার স্বপ্নও আসতে আসতে ক্ষীণ হয়ে আসছিল তার ৷ ঠিক তখনই অর্পিতের স্বপ্ন পূরণে এগিয়ে এল মুম্বই পুলিশ ৷ একদিনের জন্য পুলিশের উর্দি পড়ে দায়িত্ব সামলালো অর্পিত ৷
মুলান্দ পুলিশ স্টেশনে একদিনের জন্য পুলিশ হল অর্পিত ৷ আর সেই সমস্ত ব্যবস্থা খোদ মুম্বই পুলিশই উদ্যোগ নিয়ে করল ৷ অর্পিতের জন্য তৈরি করা হল বিশেষ পুলিশের পোশাক ৷ সেই পোশাক পড়ে সাব ইনস্পেকরের কুর্সিতে বসে সুন্দর পোজ দিয়ে ছবিও তুলল অর্পিত ৷ মুম্বই পুলিশ তাদের সোশ্যাল সাইটে সেই ছবি টুইটও করে ৷
advertisement
advertisement
advertisement
অবশেষে, নিজের স্বপ্নপূরণে যারপরনাই খুশি অর্পিত ৷ তাই তার এই বিশেষ দিনটি ভালো করে সেলিব্রেট করার জন্য কেক কাটারও আয়োজন করা হয় ৷ ক্যান্সার রোগে আক্রান্ত অর্পিতের স্বপ্নপূরণে এহেন উদ্যোগের পরই সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে মুম্বই পুলিশও ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
একদিনের জন্য পুলিশ হল ক্যান্সারে আক্রান্ত সাত বছরের অর্পিত
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement