যাত্রী চাহিদা মেটাতে তৎপর উত্তর পূর্ব সীমান্ত রেল... বেশ কিছু স্টেশনে অতিরিক্ত স্টপেজের বন্দোবস্ত
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Rachana Majumder
Last Updated:
কুমেদপুর, ওল্ডমালদা, কাঙ্কি-র মতো গুরুত্বপূর্ণ স্থানসহ মোট ১০টি অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে, যা নর্থ বেঙ্গল জুড়ে সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
নয়াদিল্লি: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ২০২৫-এ অসম ও বাংলার বেশকিছু স্টেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের জন্য অতিরিক্ত স্টপেজের ব্যবস্থা করেছে। যাত্রীদের চাহিদা এবং পরিচালনগত সম্ভাব্যতামূল্যায়ন করার পর এই অতিরিক্ত স্টপেজগুলো চালু করা হয়েছে, যার উদ্দেশ্য হলো সেমি-আরবান এবং গ্রামীণ এলাকার বাসিন্দাদের জন্য রেলপরিষেবাগুলিতে আরও ভালো অ্যাক্সেস নিশ্চিত করা।
২০২৫-এ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সমগ্র আসামে ২৩টি গুরুত্বপূর্ণযাত্রীবাহী ট্রেনের ৩২টি অতিরিক্ত স্টপেজ প্রদান করেছে, যা রাজ্যে রেলযোগাযোগ ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। ডিফু, গোয়ালপাড়াটাউন, কোকরাঝাড়, নিউ হাফলং-এর মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে এই নতুন স্টপেজগুলো চালু করা হয়েছে, যা অন্তর্মুখী ও সেমি-আরবান এলাকার বিপুল সংখ্যক দৈনিক ভ্রমণের যাত্রীরা যাত্রী এবং দীর্ঘ দূরত্বের যাত্রীরা উপকৃত হবে। একইভাবে, পশ্চিমবঙ্গে ৮টি যাত্রীবাহী ট্রেনের কুমেদপুর, ওল্ডমালদা, কাঙ্কি-র মতো গুরুত্বপূর্ণ স্থানসহ মোট ১০টি অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে, যা নর্থ বেঙ্গল জুড়ে সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
advertisement
advertisement
যেসব গুরুত্বপূর্ণ ট্রেনে এই অতিরিক্ত স্টপেজগুলো দেওয়া হয়েছে, সেগুলোরমধ্যে রয়েছে ব্রহ্মপুত্র মেল, কামরূপ এক্সপ্রেস, নর্থ ইস্ট এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, অবধ আসাম এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই অতিরিক্ত স্টপেজগুলো অসম ও পশ্চিমবঙ্গের মানুষের জন্য একাধিক সুবিধা নিয়ে এসেছে। ছোট শহর এবং আশেপাশের অঞ্চলেরযাত্রীরা এখন গুরুত্বপূর্ণ গন্তব্যগুলিতে উন্নততর যাতায়াতের সুবিধা পাচ্ছেন। এই পদক্ষেপটি শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা এবং চিকিৎসার প্রয়োজনে ভ্রমণের জন্য আরও সুবিধাজনক বিকল্প প্রদান করে শিক্ষার্থী, কর্মজীবী, ব্যবসায়ী এবংরোগীদেরও সহায়তা করেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই অঞ্চল জুড়ে রেল সংযোগকে ক্রমাগতশক্তিশালীকরণ এবং যাত্রী পরিষেবা উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 28, 2025 12:04 PM IST










