Child Kidnap: লিবিয়াতে অপহরণ গুজরাত দম্পতির ৩ বছরের শিশুকন্যা! পর্তুগালে যাওয়ার পথে...মুক্তিপণ চাওয়া হয়েছে কত কোটি? ঘটনা শুনলে চমকে যাবেন

Last Updated:

Child Kidnap: লিবিয়াতে অপরহণ গুজরাতের এক দম্পতির তিন বছরের শিশুকন্যা৷ শিশুকন্যার বাবামায়ের অভিযোগ, শিশুর মুক্তির জন্য ২ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে

লিবিয়াতে অপহরণ গুজরাত দম্পতির ৩ বছরের শিশুকন্যা! পর্তুগালে যাওয়ার পথে...মুক্তিপণ চাওয়া হয়েছে কত কোটি? ঘটনা শুনলে চমকে যাবেন   Image-AI
লিবিয়াতে অপহরণ গুজরাত দম্পতির ৩ বছরের শিশুকন্যা! পর্তুগালে যাওয়ার পথে...মুক্তিপণ চাওয়া হয়েছে কত কোটি? ঘটনা শুনলে চমকে যাবেন Image-AI
লিবিয়াতে অপরহণ গুজরাতের এক দম্পতির তিন বছরের শিশুকন্যা৷ শিশুকন্যার বাবামায়ের অভিযোগ, শিশুর মুক্তির জন্য ২ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে৷ জানা গিয়েছে ওই দম্পতি গুজরাতের মেহসানা জেলার বাসিন্দা৷
মেহসানার পুলিশ সুপার হিমাংশু সোলাঙ্কি জানিয়েছেন, কিসমতসিন ছাবড়া এবং হীনাবেন ওই অভিযোগ জানিয়েছেন৷ গুজরাতের দম্পতির অভিযোগ বেনঘাজিতে তাদের কন্যাকে অপহরণ করা হয়৷ জানা গিয়েছে, ওই কিসমতসিন এবং তার স্ত্রী শিশুকন্যাকে সঙ্গে এক এজেন্টের সাহায্যে পর্তুগালে যাচ্ছিলেন৷ মাঝপথে লিবিয়াতে অপহৃত হয়েছে তাদের কন্যাসন্তান৷
advertisement
advertisement
সূত্র মারফত আরও জানা গিয়েছে, ওই পরিবার আদতে গুজরাতের বদলাপুর এলাকার বাসিন্দা৷ তারা আহমেদাবাদ থেকে ২৯ নভেম্বর দুবাইয়ের উদ্দ্যেশ্যে রওনা দেন৷ পরে বেনঘাজিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের অপহরণ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাবড়া পরিবার কিসমতসিনের ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন৷ তিনি পর্তুগালে থাকেন৷ “পরিবারটি সেখানে স্থায়ী হওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল, এবং এই ঘটনায় জড়িত এজেন্টরা ভারতীয় নন,” তিনি বলেন।
advertisement
অপহরণকারীরা মেহসানাতে পরিবারের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের মুক্তির জন্য ২ কোটি টাকা দাবি করেছে। মেহসানার কালেক্টর এসকে প্রজাপতি জানিয়েছেন, ভুক্তভোগী পরিবার শুক্রবার তার কাছে এসেছিলেন, এরপর তিনি রাজ্য সরকার এবং বিদেশ মন্ত্রককে বিষয়টি জানিয়েছেন৷ কর্তৃপক্ষ কেন্দ্রীয় সংস্থার সঙ্গে সমন্বয় করছে এবং পরিবারকে খুঁজে বের করে নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Child Kidnap: লিবিয়াতে অপহরণ গুজরাত দম্পতির ৩ বছরের শিশুকন্যা! পর্তুগালে যাওয়ার পথে...মুক্তিপণ চাওয়া হয়েছে কত কোটি? ঘটনা শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement