Child Kidnap: লিবিয়াতে অপহরণ গুজরাত দম্পতির ৩ বছরের শিশুকন্যা! পর্তুগালে যাওয়ার পথে...মুক্তিপণ চাওয়া হয়েছে কত কোটি? ঘটনা শুনলে চমকে যাবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Child Kidnap: লিবিয়াতে অপরহণ গুজরাতের এক দম্পতির তিন বছরের শিশুকন্যা৷ শিশুকন্যার বাবামায়ের অভিযোগ, শিশুর মুক্তির জন্য ২ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে
লিবিয়াতে অপরহণ গুজরাতের এক দম্পতির তিন বছরের শিশুকন্যা৷ শিশুকন্যার বাবামায়ের অভিযোগ, শিশুর মুক্তির জন্য ২ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে৷ জানা গিয়েছে ওই দম্পতি গুজরাতের মেহসানা জেলার বাসিন্দা৷
মেহসানার পুলিশ সুপার হিমাংশু সোলাঙ্কি জানিয়েছেন, কিসমতসিন ছাবড়া এবং হীনাবেন ওই অভিযোগ জানিয়েছেন৷ গুজরাতের দম্পতির অভিযোগ বেনঘাজিতে তাদের কন্যাকে অপহরণ করা হয়৷ জানা গিয়েছে, ওই কিসমতসিন এবং তার স্ত্রী শিশুকন্যাকে সঙ্গে এক এজেন্টের সাহায্যে পর্তুগালে যাচ্ছিলেন৷ মাঝপথে লিবিয়াতে অপহৃত হয়েছে তাদের কন্যাসন্তান৷
আরও পড়ুন: গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ১৬ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ল! পরীক্ষা কোন মাসে? জানিয়ে দিল SSC
advertisement
advertisement
সূত্র মারফত আরও জানা গিয়েছে, ওই পরিবার আদতে গুজরাতের বদলাপুর এলাকার বাসিন্দা৷ তারা আহমেদাবাদ থেকে ২৯ নভেম্বর দুবাইয়ের উদ্দ্যেশ্যে রওনা দেন৷ পরে বেনঘাজিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের অপহরণ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাবড়া পরিবার কিসমতসিনের ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন৷ তিনি পর্তুগালে থাকেন৷ “পরিবারটি সেখানে স্থায়ী হওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল, এবং এই ঘটনায় জড়িত এজেন্টরা ভারতীয় নন,” তিনি বলেন।
advertisement
অপহরণকারীরা মেহসানাতে পরিবারের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের মুক্তির জন্য ২ কোটি টাকা দাবি করেছে। মেহসানার কালেক্টর এসকে প্রজাপতি জানিয়েছেন, ভুক্তভোগী পরিবার শুক্রবার তার কাছে এসেছিলেন, এরপর তিনি রাজ্য সরকার এবং বিদেশ মন্ত্রককে বিষয়টি জানিয়েছেন৷ কর্তৃপক্ষ কেন্দ্রীয় সংস্থার সঙ্গে সমন্বয় করছে এবং পরিবারকে খুঁজে বের করে নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2025 5:27 PM IST










