Operation Sindoor: ১০মে পর্যন্ত বন্ধ দেশের ২৫টি বিমানবন্দর! রইল তালিকা

Last Updated:

Operation Sindoor: মঙ্গলবার-বুধবারের মধ্যরাতে অপারেশন সিন্দুর চালু হওয়ার পর ৩০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাসা এয়ার।

ফাইল ছবি
ফাইল ছবি
নয়াদিল্লিঃ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে আকাশসীমা বিধিনিষেধের কারণে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু ও শ্রীনগর-সহ দেশের বিভিন্ন শহরে তাদের ফ্লাইট বাতিল করেছে। ভারতীয় বিমান হামলায় জইশ-ই-মোহাম্মদের শক্ত ঘাঁটি বাহাওয়ালপুর এবং লস্কর-ই-তৈয়বার মুরিদ-সহ নটি সন্ত্রাসী ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
মঙ্গলবার-বুধবারের মধ্যরাতে অপারেশন সিন্দুর চালু হওয়ার পর ৩০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাসা এয়ার এবং কয়েকটি বিদেশী বিমান সংস্থা বিভিন্ন বিমানবন্দরে তাদের পরিষেবা বাতিল করেছে।
advertisement
ইন্ডিগো জানিয়েছে যে আকাশসীমার বিধিনিষেধের কারণে ১০ মে ভোর পর্যন্ত অমৃতসর এবং শ্রীনগর সহ বিভিন্ন অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে ১৬৫টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিমান পরিবহণ দফতরের নির্দেশ অনুযায়ী, আগামী ১০মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত শ্রীনগর, জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট বিমানবন্দরে আমাদের কোনও যাত্রীবাহী উড়ান ওঠানামা করবে না।’
advertisement
এক আপডেটে স্পাইসজেট জানিয়েছে যে চলমান পরিস্থিতির কারণে, লেহ, শ্রীনগর, জম্মু, ধর্মশালা, কান্দলা এবং অমৃতসর থেকে আসা এবং আসা ফ্লাইটগুলি ১০ মে ভোর ৫টা ২৯ পর্যন্ত বাতিল করা হয়েছে।
বন্ধ বিমানবন্দরের তালিকা আছে যে সকল বন্দর: 
শ্রীনগর
লেহ
জম্মু
অমৃতসর
পাঠানকোট
চণ্ডিগড়
advertisement
যোধপুর
জয়সালমের
শিমলা
ধর্মশালা
জামনগর
ভুন্টার (হিমাচল প্রদেশ)
লুধিয়ানা
কিষানগড় (রাজস্থান)
পাটিয়ালা
গাগ্গল (হিমাচল প্রদেশ)
বিকানের (রাজস্থান)
হালওয়ারা (পাঞ্জাব)
মুন্দ্রা (গুজরাট)
পোরবন্দর (গুজরাট)
রাজকোট
কান্দলা (গুজরাট)
কেশোদ (গুজরাট)
ভুজ (গুজরাট)
থয়েস (লাদাখ)
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Operation Sindoor: ১০মে পর্যন্ত বন্ধ দেশের ২৫টি বিমানবন্দর! রইল তালিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement