Unlimited Viral Fuchka: যত ইচ্ছে তত! মাত্র ১০০টাকাতে আনলিমিটেড ফুচকা! কোথায় পাবেন জানেন?
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Unlimited Viral Fuchka: ফুচকার নাম শুনলে জিভে জল আসে না, এমন খাদ্যরসিকের দেখা মেলা ভার। সেদ্ধ আলু-ছোলায় মশলার মাখামাখিতে ফুচকার পুরে তেঁতুল জলের সঙ্গত তো চেখে দেখেছেন তাঁদের অনেকেই।
মুর্শিদাবাদ: ফুচকার নাম শুনলে জিভে জল আসে না, এমন খাদ্যরসিকের দেখা মেলা ভার। সেদ্ধ আলু-ছোলায় মশলার মাখামাখিতে ফুচকার পুরে তেঁতুল জলের সঙ্গত তো চেখে দেখেছেন তাঁদের অনেকেই। ফুচকা প্রেমীদের জন্য সুখবর। এবার ১০০টাকাতে মিলছে আনলিমিটেড ফুচকা। আনলিমিটেড বিরিয়ানি মিলতো সহজেই। তবে, এবার যত খুশি ইচ্ছে ফুচকা খেতে পাবেন। মুর্শিদাবাদ জেলার কান্দিতে এই ফুচকা বিক্রি করছেন বিক্রেতা।
আরও পড়ুনঃ মাত্র ৩ মাস পাওয়া যায়! ভিটামিন C, পটাসিয়াম, ফাইবারের খনি! সবুজ এই ফল কোলেস্টেরলের যম
বেশ কয়েকবছর আগেও ১০ টাকায় পাওয়া যেত ১০ টা ফুচকা। তবে সেই সুযোগ বা সুবিধা এখন আর পাওয়া যায় না বললেই চলে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কোনও জায়গায় ১০ টাকার বিনিময়ে দেওয়া হয় ৬ টা ফুচকা, আবার কোথায় ৩টে কিমবা ৪টে। তবে এবার পরোটা, বিরিয়ানির পর এবার ভাইরাল আনলিমিটেড ফুচকা। একদম ঠিক শুনছেন। ১০০টাকা দিলেই আপনি খেতে পারবেন অফুরন্ত ফুচকা, খেতে পারবেন পেট ভর্তি ফুচকা। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামের সামনে বিকাল হতেই আনলিমিটেড ফুচকার গাড়ি নিয়ে হাজির হচ্ছেন বিক্রেতা বেনুকর দাস। তিনি নিজেই এই আনলিমিটেড বিরিয়ানির মতোই ফুচকা নিয়ে এসে বেশ সারা ফেলে দিয়েছেন।
advertisement
ফুচকা বিক্রেতা বেনুকর দাসের কথায়, যে শরীর স্বাস্থ্য ঠিক রেখে নিজের দায়িত্বে ফুচকা খেতে হবে। অনেকের ইচ্ছে করে পেট ভরে ফুচকা খেতে। সকলের কাছেই টাকা থাকে, কিন্তু সবার কাছে তো বেশি টাকা নাও থাকতে পারে। তাই সকলের কথা ভেবে এই আনলিমিটেড ফুচকা দিচ্ছি। তবে, অনেকেই ৫০-৬০ টা ফুচকা খেয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত সর্বোচ্চ ১১০টি ফুচকা খেয়েছেন এক মহিলা বলেই জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
যদিও ক্রেতাদের কথায়, এটা বর্তমানে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১০০টাকাতে আনলিমিটেড ফুচকা পাওয়া যাচ্ছে। তবে এই অফার সবার বেশ নজর কাড়ছে।
advertisement
কৌশিক অধিকারী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 6:24 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Unlimited Viral Fuchka: যত ইচ্ছে তত! মাত্র ১০০টাকাতে আনলিমিটেড ফুচকা! কোথায় পাবেন জানেন?









