বিরোধী জোটে ভয় ? বিহারে নীতীশের সঙ্গে আসন ভাগেই ‘বাধ্য’ বিজেপি

Last Updated:
#পটনা: কখনও রাফাল কিংবা কখনও সিবিআই ৷ দুই নিয়েই চরম ডামাডোলে নরেন্দ্র মোদির সরকার ৷ এহেন অবস্থায় জোটসঙ্গীকে হাতছাড়া করতে নারাজ বিজেপি ৷ তাই আসন সমঝোতা নিয়ে অবশেষে জেডি(ইউ) প্রধান নীতীশ কুমারের কাছে মাথানত করল বিজেপি ৷ ১৯-র নির্বাচনে বিহারে সমসংখ্যক আসনে লড়বে বিজেপি এবং জেডি(ইউ) ৷
তাপমাত্রার পারদ জানান দিচ্ছে, শীত আসছে ৷ কিন্তু বিহারের রাজনীতির অন্দরে দিনকে দিন উত্তাপ বাড়ছে ৷ বুধবার বিকেলে আচমকাই দিল্লি পৌঁছন নীতিশ কুমার ৷ তবে, তাতে উল্লেখযোগ্য কিছু বিষয় ছিল না ৷ কারণ সংবাদমাধ্যমকে নীতীশ জানান, এইমসে রুটিন চেকআপের জন্য এসেছেন তিনি ৷ কিন্তু বেলা গড়াতেই নীতীশের দিল্লি সফর রাজনৈতিক মোড় নেয় ৷ এইমসে চেকআপ হয়ে যেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন নীতীশ কুমার ৷ এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন নীতীশ ৷
advertisement
এরপরই প্রকাশ্যে আসে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি এবং জেডি(ইউ)-র মধ্যে আসন সমঝোতার অঙ্কটি ৷ বিহারে লোকসভা আসন ৪০টি ৷ বিজেপি এবং জেডি(ইউ) ১৭-১৭টি আসনে লড়বে ৷ এর পাশাপাশি বিজেপির সহযোগী দল হিসেবে উল্লেখযোগ্য রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি লড়বে ৪ টি আসনে এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএসপি দল লড়বে ২টি আসনে ৷
advertisement
advertisement
আসন সমঝোতার পর সাংবাদিক সম্মেলনে লোক জনশক্তি পার্টির যুবরাজ তথা রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান বলেন, ‘নরেন্দ্র মোদিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী বানানোর জন্য আমরা বদ্ধপরিকর ৷ সেই কারণে যেকোনও ধরণের ত্যাগ স্বীকার করতেও আমরা রাজি ৷’ কিন্তু উপেন্দ্র কুশওয়াহার কি এই একই চিন্তাভাবনার পথে এগোচ্ছেন ? সেই নিয়ে দ্বন্দ্বে রয়েছেন চিরাগ পাসওয়ান ৷
advertisement
গত লোকসভা ভোটে বিহারে ৪০ টি আসনের মধ্যে ২২টি ছিল বিজেপির দখলে ৷ জেডি(ইউ) পেয়েছিল মাত্র ২টি আসন ৷ গত নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এবার জেডি(ইউ)-কে বেশি আসন ছাড়তে নারাজ ছিল বিজেপি ৷ কিন্তু আপাতত চাপের মুখে পড়ে শরিক দলগুলিকে পাশে রাখতে মরিয়া বিজেপি ৷ সেই কারণেই কি আসন সমঝোতা ?
বাংলা খবর/ খবর/দেশ/
বিরোধী জোটে ভয় ? বিহারে নীতীশের সঙ্গে আসন ভাগেই ‘বাধ্য’ বিজেপি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement