Nadia News: ট্রাফিক আইন মানতে বলায় লোহার রড দিয়ে তিন সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মার!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
সিভিক ভলেন্টিয়ারদের মারধরের এই ঘটনায় সোনা শেখ নামে স্থানীয় এক দুষ্কৃতীর নাম উঠে এসেছে। ওই ব্যক্তিই বাইক নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে।
নদিয়া: দুপুরের চড়া রোদে মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সামলাচ্ছিল ওরা তিনজন। সেই সময় দাদাগিরি করে সিগন্যাল না মেনে ওভারটেক করে যেতে চায় একটি বাইক। যথারীতি তার পথ আটকায় ওই তিন সিভিক ভলেন্টিয়ার। শুরু হয় তর্কাতর্কি। সেই সময় হঠাৎই লোহার রড বের করে তিন সিভিক ভলেন্টিয়ারের মাথায় সজোরে আঘাত করতে থাকে বাইক আরোহীরা। গুরুতর জখম হন চাকদহ থানার তিন সিভিক ভলেন্টিয়ার সুজিত বিশ্বাস, সমীর রায় ও গৌতম ঘটক। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে ছোটেন সহকর্মীরা।
কলকাতা হাইকোর্টের নির্দেশে সিভিক ভলেন্টিয়ারদের গুরুতর আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত করা হয় না। রাস্তার ট্রাফিক সামলানো, মেলার ভিড় দেখভাল করা এই সমস্ত দায়িত্ব পালন করেন তাঁরা। কিন্তু এই করতে গিয়ে মাঝে মধ্যেই সিভিক ভলেন্টিয়ারদের আক্রান্ত হওয়ার খবর আসে। এমনিতেই মফস্বল এলাকায় একশ্রেণির বাইক চালক সমস্ত রকম নিয়মকানুন উড়িয়ে দিয়ে গাড়ি নিয়ে ছুটতে থাকেন। চাকদহতে তাই’ই ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
advertisement
advertisement
সিভিক ভলেন্টিয়ারদের মারধরের এই ঘটনায় সোনা শেখ নামে স্থানীয় এক দুষ্কৃতীর নাম উঠে এসেছে। ওই ব্যক্তিই বাইক নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনার পর আহত তিন সিভিক ভলেন্টিয়ারকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকে ছেড়ে দেওয়া হলেও সমীর রায়ের আঘাত গুরুতর হাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই ঘটনায় রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল।
advertisement
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সেনা শেখের বাড়ি চাকদহের পুমুলিয়া বিবেকানন্দ ক্লাবের পাশে। এই ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। তারা জানিয়েছে অভিযুক্ত কাউকে ছাড়া হবে না, আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে।
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 5:43 PM IST