Jalpaiguri News: নারী ও শিশু পাচার রুখতে স্কুলে স্কুলে যাচ্ছে পুলিশ

Last Updated:

নারী ও শিশু পাচার ঠেকাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় জলপাইগুড়ির স্কুলে স্কুলে প্রচার অভিযান শুরু করেছে জেলা পুলিশ।

+
title=

জলপাইগুড়ি: সরকারের শত প্রচেষ্টা সত্ত্বেও নারী পাচার কিছুতেই ঠেকানো সম্ভব হচ্ছে না। ডুয়ার্সে সাম্প্রতিককালে সেই সংখ্যা অনেকটাই বেড়েছে। এবার তাতে লাগাম পড়াতে অভিনব পথ বাছল জেলা পুলিশ।
নারী ও শিশু পাচার ঠেকাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় জলপাইগুড়ির স্কুলে স্কুলে প্রচার অভিযান শুরু করেছে জেলা পুলিশ। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ইতিমধ্যেই ডুয়ার্সের চা বাগানগুলির শ্রমিক মহল্লার মেয়েদের মধ্যে নারী সচেতনতামূলক একাধিক পদক্ষেপ নিয়েছে। কীভাবে নারী পাচার হয় সেই বিষয়গুলি আলোচনা করে অল্পবয়সী মেয়েদের সতর্ক করে দেওয়া হচ্ছে। আলোচনায় উঠে এসেছে মোবাইল ফোনের প্রসঙ্গ‌ও।অনলাইনের মাধ্যমে পাচারকারীরা কীভাবে ফাঁদ পেতে মেয়েদের পাচার করে সেগুলি স্কুল ও চা বাগানের শ্রমিক মহল্লায় প্রচার করে সচেতন করার এই প্রক্রিয়া ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে।
advertisement
advertisement
এদিকে জলপাইগুড়ির পুলিশ সুপার নিজে শিশুদের মধ্যে খাকি উর্দি সম্বন্ধে ভীতি দূর করতে উদ্যোগী হলেন। তিনি একটি পাহাড় ঘেরা প্রাথমিক স্কুলে গিয়ে সেখানে শিশু ও অভিভাবকদের বলেন, আগে থেকে সতর্ক থাকলে পাচারের বিপদ থেকে সহজেই রেহাই পাওয়া যাবে।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: নারী ও শিশু পাচার রুখতে স্কুলে স্কুলে যাচ্ছে পুলিশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement