Nadia News: দুঃস্থ শিশুদের বিনামূল্যে সপ্তাহের চার দিন দুধ বিস্কুট বিতরণ
- Published by:Ananya Chakraborty
Last Updated:
কথায় বলে, শিব জ্ঞানে জীব সেবা। অর্থাৎ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই বাণী আমরা ছোটবেলায় সকলেই পড়েছি। তবে এই বাণীকেই মূলমন্ত্র করে নিলেন কৃষ্ণনগরের বেশ কিছু যুবক। নদিয়া জেলায় একাধিক অনুন্নত আদিবাসী পাড়া রয়েছে, যেখানকার স্থানীয় বাসিন্দারা দিন আনে দিন খায়, অর্থাৎ আর্থিক দিক থেকে তারা অসচ্ছল।
#নদিয়া : কথায় বলে, শিব জ্ঞানে জীব সেবা। অর্থাৎ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই বাণী আমরা ছোটবেলায় সকলেই পড়েছি। তবে এই বাণীকেই মূলমন্ত্র করে নিলেন কৃষ্ণনগরের বেশ কিছু যুবক। নদিয়া জেলায় একাধিক অনুন্নত আদিবাসী পাড়া রয়েছে, যেখানকার স্থানীয় বাসিন্দারা দিন আনে দিন খায়, অর্থাৎ আর্থিক দিক থেকে তারা অসচ্ছল। সেই কারণে স্বাভাবিকভাবেই তাদের সন্তানদেরও ঠিকমত পুষ্টিকর খাবার ও পড়াশোনার দিকে নজর রাখতে তারা পারেন না। পড়াশোনা না হয় সরকারি বিদ্যালয়গুলি থেকে প্রাপ্ত হয়ে যায়।
তবে বিদ্যালয়ের মিড ডে মিল খাবারের বাইরেও তাদের প্রয়োজন হয় একাধিক পুষ্টিকর খাবারের। সেই সমস্ত খাবার থেকে বঞ্চিত হতে হয় তাদের। সেই সমস্ত শিশুরা যাতে অপুষ্টির শিকার না হয় তার দায়িত্বভার গ্রহণ করেছে কৃষ্ণনগরের বেশ কিছু তরুণ প্রজন্ম।
আরও পড়ুনঃ পাঁচ হাজার ভক্ত একসঙ্গে মায়াপুর ইসকন মন্দিরে করবেন গীতা পাঠ
কৃষ্ণনগরের বাসিন্দা পেশায় শিক্ষক অমরেশ আচার্য ও তার বেশ কিছু শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সপ্তাহের চার দিন কৃষ্ণনগর ভূতপাড়া আদিবাসী এলাকায় প্রায় ১৬০ জন শিশুদেরকে তারা গরম দুধ ও বিস্কুট প্রদান করে। নিয়মিত প্রত্যেক সপ্তাহে চারদিন করে তাদের এই কর্মকাণ্ডকে তারা নাম দিয়েছেন 'সাদা বিপ্লব'।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিধ্বংসী আগুনে পুড়ে গেল বেশ কয়েকটি দোকান! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
প্রায় ১৮ লিটার গরম দুধ এবং ১২ প্যাকেট বিস্কুট তারা প্রত্যেক সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সকাল ৮:১৫ থেকে ৯ টা পর্যন্ত তাদের এই সাদা বিপ্লব কর্মসূচি চলে। সদ্যোজাত শিশু থেকে শুরু করে দশ বছরের বাচ্চারাও এই দুধ বিস্কুট খেতে চলে আসে ওই দিনগুলি। প্রায় ১৬০ থেকে ১৭০ জন বাচ্চারা এই দুধ বিস্কুট প্রতি সপ্তাহে চার দিন পেয়ে থাকে। স্বাভাবিকভাবেই তাদের এই সাদা বিপ্লবে উপকৃত হচ্ছেন অসংখ্য পরিবার।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
First Published :
November 15, 2022 6:34 PM IST