Nadia News: অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে কৃষ্ণনগরে পথ অবরোধ, নাজেহাল পথচারীরা
- Published by:kaustav bhowmick
Last Updated:
আইনের ফাঁক গলে দুই অভিযুক্ত যাতে কোনভাবেই ছাড়া না পায় তা নিশ্চিত করতেই সোমবার দুপুরে কৃষ্ণনগরের ব্যস্ততম ডি এল রায় রোড অবরোধ করেন ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁরা দুই অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানান।
নদিয়া: ব্যক্তিগত সমস্যার জেরে শনিবার এক যুবককে মেরে কার্যত আধমারা করে দেয় এলাকারই দু'জন। পুলিশ তাদের গ্রেফতারও করেছে। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে পথে নামল কৃষ্ণনগরের মানুষ। সোমবার দুপুরে দীর্ঘক্ষণ এই দাবিতে পথ অবরোধ করা হয়। ফলে নদিয়ার বিস্তীর্ণ এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
গত শনিবার কৃষ্ণনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মালিপাড়ার বাসিন্দা দীনবন্ধু দত্তর মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করা হয়। সেই সঙ্গে প্রচণ্ড মারধর করা হয় ওই যুবককে। ঘটনাস্থলেই তিনি সংজ্ঞা হারান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও সেখানেই তিনি ভর্তি আছেন। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে এলাকারই দুই যুবক কাঞ্চন চন্দ্রনাথ ও অভিজিৎ চৌধুরীর দিকে। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী এই বিষয়ে সাক্ষী দেন। পুলিশ ঘটনার দিনই এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
advertisement
advertisement
কিন্তু আইনের ফাঁক গলে দুই অভিযুক্ত যাতে কোনভাবেই ছাড়া না পায় তা নিশ্চিত করতেই সোমবার দুপুরে কৃষ্ণনগরের ব্যস্ততম ডি এল রায় রোড অবরোধ করেন ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁরা দুই অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানান। বাঁশ ফেলে রাস্তা আটকে দেওয়া হয়। কোতোয়ালি থানার পুলিশ গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই অভিযুক্তের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিলে তবেই অবরোধ তোলেন এলাকার মানুষ। এদিকে সপ্তাহের প্রথম কাজের দিন দীর্ঘ সময় পথ অবরোধ থাকায় নাজেহাল হন পথচারীরা। এই প্রচণ্ড গরমের মধ্যে তাঁদের কয়েক ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 7:16 PM IST

