Nadia News- আবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খবরের শিরোনামে রেড ভলেন্টিয়ার্স
- Published by:Samarpita Banerjee
Last Updated:
রানাঘাট থানার সড়ক পাড়ার বাসিন্দা শংকর নাথ গাঙ্গুলী বাড়িতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে কেউ এগিয়ে আসেনি, বিপদের সময় পাশে দাঁড়াল রেড ভলেন্টিয়ার্স
#নদিয়া- নদিয়ার রানাঘাট থানার সড়ক পাড়ার বাসিন্দা শংকর নাথ গাঙ্গুলী বাড়িতে অসুস্থ হয়ে পড়লে, হাসপাতালে নিয়ে যেতে কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে বাড়িতে পৌঁছায় রানাঘাট রেড ভলেন্টিয়ার সদস্যরা। চিকিৎসার জন্য নিয়ে আসে রানাঘাট হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয় না, হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হিন্দু শাস্ত্র মতে শবদেহ দাহ করতে রেড ভলেন্টিয়ার্স পূজনীয় সমস্ত ব্যবস্থা নেয়। বিপদের দিনে রেড ভলেন্টিয়ারদের কাছ থেকে এমন পরিষেবা পেয়ে খুশি মৃতের ভাই সোমনাথ গাঙ্গুলী।