Nadia News: কৃষ্ণনগরের এই বাড়িতে আজও গ্রামোফোনে বাজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর মহিষাসুরমর্দিনী

Last Updated:

অরিন্দম দেব পেশায় রেলকর্মী। কিন্তু তাঁর ধ্যান জ্ঞান গ্রামোফোন ও দুষ্প্রাপ্য রেকর্ড।

+
title=

নদিয়া: কথায় বলে শখের দাম লাখ টাকা। মানুষের কত রকম শখ থাকে। কিন্তু তা বলে বাড়িতে দুষ্প্রাপ্য রেকর্ডের মিউজিয়াম বানানো! ঠিক এটাই করেছেন কৃষ্ণনগরের অরিন্দম দেব। গত চার দশক ধরে একটু একটু করে দুষ্প্রাপ্য নানান গান ও মিউজিকের রেকর্ড সংগ্রহ করে তিনি বাড়িতেই গড়ে তুলেছেন এক রত্ন ভাণ্ডার, যার পোশাকি নাম মিউজিয়াম।
নদিয়ার অরিন্দম দেব পেশায় রেলকর্মী। কিন্তু তাঁর ধ্যান জ্ঞান গ্রামোফোন ও দুষ্প্রাপ্য রেকর্ড। রামকুমার চট্টোপাধ্যায়ের পুরনো টপ্পা গান থেকে শুরু করে আধুনিক সিনেমার প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়দের গান, সব রেকর্ড তাঁর সংগ্রহে আছে। আধুনিক ডিজিটাল মিউজিক প্লে’র যুগে এ যেন ইতিহাসকে আঁকড়ে বাঁচা।
advertisement
advertisement
অরিন্দমবাবুর কাছে আছে প্রায় ৫০ বছরের পুরনো একটি গ্রামোফোন। সেটি এখনও সমানভাবে সচল। অবসর সময়ে ওই গ্রামোফোনে নিজের সংগ্রহের দুষ্প্রাপ্য রেকর্ডগুলো বাজিয়ে শুনতে থাকেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনীর একেবারে আসল রেকর্ড আছে তাঁর সংগ্রহে। হারিয়ে যাওয়া অতীতের বিখ্যাত সব যাত্রাপালার রেকর্ডও আছে।
তাঁর এই অন্যরকম শখ প্রসঙ্গে অরিন্দম দেব বলেন, এই রেকর্ডগুলো খুব যত্নে রাখতে হয়। প্রাচীন গ্রামোফোন ও মিউজিক রেকর্ড সচল রাখার জন্য যে পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ করতে হয় তা বেশ ব্যয় সাপেক্ষ। তবে এই শখ’ই তাঁর জীবনের মূলধন। এই বাংলায় খুব কম মানুষের কাছে বর্তমানে এমন সব দুষ্প্রাপ্য রেকর্ড আছে বলে দাবি করেন অরিন্দমবাবু। দুষ্প্রাপ্য রেকর্ডের সন্ধানে তিনি নানান সময়ে লখনৌ, হায়দ্রাবাদ পর্যন্ত ছুটে গিয়েছেন। সেখান থেকে বিখ্যাত সব ঠুমরির রেকর্ড সংগ্রহ করে নিয়ে আসেন।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: কৃষ্ণনগরের এই বাড়িতে আজও গ্রামোফোনে বাজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর মহিষাসুরমর্দিনী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement