Kalimpong News: বৃষ্টিস্নাত পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সেনাবাহিনীর গাড়ি!

Last Updated:

বৃষ্টি হওয়ায় পিচ্ছিল পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়িটি রুংডুং নদীর খাদে উল্টে যায়। গাড়িতে চালক ছাড়াও আরও দু'জন জওয়ান ছিলেন।

কালিম্পং: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি। কালিম্পঙের এই দুর্ঘটনায় গাড়ির চালক সহ তিন জওয়ান আহত হয়েছেন। সূত্রের খবর রাতভর বৃষ্টির জেরে পাহাড়ি পথ পিচ্ছিল হয়েছিল। সেই কারণেই চেষ্টা করেও গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। আর তার ফলেই খাদে উল্টে যায় সেনাবাহিনীর গাড়ি।
সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে কালিম্পঙের এলেনবাড়ি রেল সেতুর কাছে। বৃষ্টি হওয়ায় পিচ্ছিল পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়িটি রুংডুং নদীর খাদে উল্টে যায়। গাড়িটিতে চালক ছাড়াও আরও দু’জন জওয়ান ছিলেন। আহত অবস্থায় তাঁদেরকে মংপং সেনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে বিন্নাগুড়ি সেনা ক্যান্টনমেন্ট থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। তারা ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে নদীখাত থেকে তোলার কাজ শুরু করেছে।
advertisement
advertisement
মংপং পুলিশ ফাঁড়ির ওসি মঙ্গল সিং লো জানান, রুংডুং সেতুর কাছে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে উল্টে পড়ে। গাড়িটি বিন্নাগুড়ি সেনা ক্যান্টনমেন্ট থেকে সেবক সেনা ছাউনির দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনায় তিন জওয়ান আহত হলেও তাঁদের সকলের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Kalimpong News: বৃষ্টিস্নাত পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সেনাবাহিনীর গাড়ি!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement