Nadia: পঞ্চায়েতের উদ্যোগে অবশেষে মিলল পরিশ্রুত পানীয় জল

Last Updated:

সরকারের বিভিন্ন আওতায় মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত প্রত্যেকেরই নিত্য প্রয়োজনীয় জিনিসের খোরাক অনেকটাই মিটে গিয়েছে। এখন মানুষের বেঁচে থাকার জন্য চাই আরও অনেক কিছু যেমন পরিশ্রুত পানীয় জল

+
title=

#নদিয়া : সরকারের বিভিন্ন আওতায় মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত প্রত্যেকেরই নিত্য প্রয়োজনীয় জিনিসের খোরাক অনেকটাই মিটে গিয়েছে। এখন মানুষের বেঁচে থাকার জন্য চাই আরও অনেক কিছু যেমন পরিশ্রুত পানীয় জল, রাতের অন্ধকারে বৈদ্যুতিক আলো এছাড়াও যাতায়াতের সুবিধার জন্য প্রয়োজনীয় পাকা রাস্তা। দেশের অধিকাংশ শহর বা গ্রামগুলিতে এই ব্যবস্থা সরকার থেকে যথেষ্ট পরিমাণেই করা হচ্ছে তবে এখনও অনেক প্রত্যন্ত জায়গা আছে যেখানে মানুষের ন্যূনতম চাহিদা যেমন পরিশ্রুত পানীয় জল কিংবা বৈদ্যুতিক আলো সেভাবে গিয়ে পৌঁছাতে পারেনি। ঠিক তেমনি নদিয়ার সীমান্তবর্তী এলাকা কাদিপুর। কাঁটাতারের ওপারে নো ম্যানস ল্যান্ডে বসবাস করেন প্রায় ৪০ ঘর সংখ্যালঘু পরিবার।
বর্তমান দুনিয়ার অনেক প্রয়োজনীয় সুবিধা থেকেই বেশিরভাগ সময়ই বঞ্চিত হতে দেখা যায় তাদের। দেশের একাধিক সুযোগ-সুবিধা থেকেই তারা হয়ে যায় বঞ্চিত। প্রয়োজনীয় পরিশ্রুত পানীয় জল থেকে শুরু করে বৈদ্যুতিক আলো কোনটাই সেভাবে মেলে না তাদের।
আরও পড়ুনঃ দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ায় নাচে গানে মাতলেন আদিবাসীরা
সেই কারণেই কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা ব্যয়ে সেই সমস্ত পিছিয়ে পড়া মানুষদের জন্য করা হল সোলার বিদ্যুতে পরিচালিত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা সজল ধারা প্রকল্প। স্বাভাবিকভাবেই এই ব্যবস্থার ফলে খুশি সেই সমস্ত বঞ্চিত পরিবার। দীর্ঘদিনের তাদের এই সমস্যার সমাধান হওয়ার জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ টেন্ডারের টাকা পেয়ে গেলেও নিকাশী নালা তৈরি না হওয়ার অভিযোগ
এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এরপর ভবিষ্যতে ওই সমস্ত পরিবার গুলির জন্য সোলার বিদ্যুতের ব্যবস্থা করা হবে। এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদার কৃষ্ণগঞ্জ বিডিও কামাল উদ্দিন আহমেদ ছাড়াও একাধিক বিশিষ্ট নাগরিক বৃন্দ।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: পঞ্চায়েতের উদ্যোগে অবশেষে মিলল পরিশ্রুত পানীয় জল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement