Nadia News: এবার থেকে স্বাস্থ্য সাথী ছাড়াই করা যাবে লক্ষীর ভান্ডার! জানুন বিস্তারিত
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
স্বাস্থ্য সাথী ছাড়াই করা যাবে লক্ষীর ভান্ডার ঘোষণা মুখ্যমন্ত্রীর, লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে সকাল থেকেই অগণিত মহিলাদের ভিড়। এখন থেকে স্বাস্থ্য সাথী ছাড়াই নতুন করে লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে মহিলারা।
#নদিয়া : স্বাস্থ্য সাথী ছাড়াই করা যাবে লক্ষীর ভান্ডার ঘোষণা মুখ্যমন্ত্রীর, লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে সকাল থেকেই অগণিত মহিলাদের ভিড়। এখন থেকে স্বাস্থ্য সাথী ছাড়াই নতুন করে লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে মহিলারা। এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারি পরিপ্রেক্ষিতে দুয়ারে সরকার ক্যাম্পে অগণিত মহিলাদের ভিড়। শান্তিপুর ওরিয়েন্টাল উচ্চবিদ্যালয়ে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। প্রত্যেকটি ক্যাম্পে উপস্থিত রয়েছেন পৌরসভার প্রতিনিধিরা।
আর মুখ্যমন্ত্রীর ঘোষনার পরেই ক্যাম্প গুলিতে লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে উপচে পড়া ভিড় মহিলাদের। শুধু লক্ষীর ভান্ডার নয়, দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্যের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করতে সকাল থেকেই পুরুষ ও মহিলারা লাইনে দাঁড়িয়েছেন। তবে বর্তমানে ভিড়ের সংখ্যাটা আগে তুলনায় অনেকটাই বেশি। দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয় সকাল ১০টা থেকে, বিকেল চারটে পর্যন্ত চলবে বলে জানান পৌরসভার প্রতিনিধিরা। আজ ক্যাম্প চলাকালীন উপস্থিত ছিলেন শান্তিপুর পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রভাত বিশ্বাস।
advertisement
আরও পড়ুনঃ শান্তিপুরে নকল চাবি বানিয়ে বিদ্যালয় থেকে একাধিক জিনিসপত্র চুরি
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু প্রকল্পের সুবিধা এর আগেও রাজ্যবাসী পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, লক্ষীর ভান্ডার, খাদ্য সাথী, সবুজ সাথী ইত্যাদি। ইতিমধ্যে দুয়ারে সরকারের ক্যাম্পগুলির মাধ্যমে সরকারের এই সমস্ত উল্লেখযোগ্য প্রকল্প গুলি মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। এবার স্বাস্থ্য সাথী ছাড়াই লক্ষ্মীর ভান্ডার করা যাবে জানতে পেরে দুয়ারে সরকারের ক্যাম্পে মহিলাদের ভিড় রীতিমতো চোখে পড়ার মতো।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
First Published :
November 22, 2022 6:54 PM IST