Nadia News: হোলির শোভাযাত্রায় দুই পক্ষের বচসা, মারের চোটে কান ফাটল যুবকের!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Nadia News: দোল উৎসব উপলক্ষে শান্তিপুরের রাজপথে চলছিল শোভাযাত্রা। তখনই শান্তিপুর কামারপাড়া ও খাঁ পাড়ার মধ্যে শুরু হয় বচসা।
শান্তিপুর: বাঁশ হাতে নিয়ে দু'পক্ষের মারামারির জেরে গুরুতর জখম হন বেশ কয়েকজন। দোল উৎসবের শোভাযাত্রা চলাকালীন দুই পুজো বারোয়ারির মধ্যে মারামারি। এক পুজো বারোয়ারির বেশ কয়েকজন সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
উল্লেখ্য দোল উৎসব উপলক্ষে শান্তিপুরে রাজপথে চলছিল শোভাযাত্রা, শোভাযাত্রা চলাকালীন শান্তিপুর কামারপাড়া ও খাঁ পাড়ার মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ, খাঁ পাড়ার বেশ কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করে কামারপাড়ার বেশ কয়েকজন যুবক। এছাড়াও শোভাযাত্রার লাইট ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। খাঁ পাড়ার শুভঙ্কর খা নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানেই প্রাথমিক চিকিৎসা করা হয় আহত ব্যক্তির।
advertisement
advertisement
আরও পড়ুন: জাগ্রত কালী মন্দিরে এ কী দৃশ্য, সিসিটিভিতে ধরা পড়ল মারাত্মক কাণ্ড!
অভিযোগ ওই ব্যক্তিকে বাঁশ দিয়ে মারা হয়, যার কারণে কান ফেটে যায়। যদিও চিকিৎসকেরা ওই ব্যক্তিকে অন্যত্র স্থানান্তর করে। অন্যদিকে, পাল্টা অভিযোগ কামারপাড়া বারোয়ারির। তাদেরকেও মারধর করার অভিযোগ তোলে তারা। তবে এই ঘটনায় খাঁ পাড়া বারোয়ারির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। যদিও শোভাযাত্রা চলাকালীন দুই বারোয়ারির মারামারির ঘটনায় তদন্তে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2023 3:08 PM IST