Nadia News: আকর্ষণীয় ছাড়ে মিলবে মহিলাদের তৈরি নানান পণ্যদ্রব্য, নদিয়ার স্বনির্ভর গোষ্ঠীর দোকানে এই সুবিধে

Last Updated:

মহিলাদের শাড়ি অলঙ্কারে রয়েছে বাজার চলতি দোকানের থেকে বেশ কিছু ছাড়

+
স্বনির্ভর

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কারা মন্ত্রী

#নদিয়া: কৃষ্ণগঞ্জ এলাকায় চন্দননগর এল এস সমবায় সমিতিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি পণ্য দ্রব্যের বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলেন সমবায় ব্যাংকের চেয়ারম্যান শিবনাথ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই পণ্যদ্রব্য বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে মহিলাদের তৈরি শাড়ি বিভিন্ন অলংকার ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ইত্যাদি বিভিন্ন আসবাবপত্র। এবং এই সমস্ত পণ্যদ্রব্যের বাজারচলতি দাম অপেক্ষাকৃত অনেকটাই কম থাকবে বলে জানাচ্ছেন তারা।
সমবায় সমিতির থেকে এই পণ্যদ্রব্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হওয়ার ফলে স্বনির্ভর গোষ্ঠীর একাধিক মহিলারা আর্থিক দিক থেকে সম্পূর্ণরূপে স্বনির্ভর হতে পারবেন বলে আশা করছেন তারা। এদিন সমবায় সমিতির পণ্যদ্রব্য বিক্রয় কেন্দ্রের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। যে সমস্ত পণ্যদ্রব্য সমবায় সমিতির বিক্রয় কেন্দ্রে পাওয়া যায় তা চলতি বাজার তুলনায় দাম অনেকটাই কম বলে জানা যায়। সমবায় সমিতির এক সদস্য জানান প্রতিটি শাড়ি ও ব্লাউজের দাম বাজারের সাধারণ দোকানের থেকে প্রায় ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কম।
advertisement
advertisement
আরও পড়ুন:  হিমালয়ের বুকে কঠিন উদ্ধার লড়াইয়ের অভিজ্ঞতা জানালেন অভিযাত্রী
বেশ কিছু শাড়ির ক্ষেত্রে বাজারের তুলনায় প্রায় অনেকটাই দাম কম বলে জানাচ্ছেন তারা। তবে সবেমাত্র সমবায় সমিতির পণ্যদ্রব্যের দোকান চালু হওয়ার কারণে এখনও পর্যন্ত সেই অর্থে সমস্ত জিনিসের সঠিক দাম করে উঠতে পারেননি বলে জানালেন তারা। তবে আশা করা যাচ্ছে এই সমবায় সমিতির ১৫দ্রব্যের দোকানের ফলে বিশেষত খেটে খাওয়া মানুষেরা তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন অতি সহজলভ্যেই।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: আকর্ষণীয় ছাড়ে মিলবে মহিলাদের তৈরি নানান পণ্যদ্রব্য, নদিয়ার স্বনির্ভর গোষ্ঠীর দোকানে এই সুবিধে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement