করিমপুর: নদিয়ার করিমপুরের নিজের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়। স্থানীয় করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম মৌসম বিশ্বাস (২৮) ডাকনাম বাপ্পা। প্রতিবেশীদের দাবি অনলাইন লটারিতে টাকা খুইয়ে মানসিক অবসাদে ভুগছিল মৌসম, যার জেরে এই আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিক ধারণা। স্বামীর মৃত্যুতে অসহায় মৌসমের অন্তঃসত্তা স্ত্রী। ছেলের মৃত্যুতে শোকে পাথর গোটা পরিবার।পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ চার বছর অনলাইন পরিষেবার ব্যবসার সঙ্গে যুক্ত মৌসম। ২০১৯ সালে বিয়ে হয় তার। বর্তমানে ওই যুবকের স্ত্রী সন্তানসম্ভবা। কিছু টাকা-পয়সার হিসেব নিয়ে বাবার সাথে মনোমালিন্য হয়েছিল এক দিন আগে। শনিবার রাতে বাড়ি ফিরে হঠাৎ ঘরের দরজা বন্ধ করে দেয় মৌসম। পরিবারের লোকজনের সন্দেহ হয় কিছুক্ষণ পর ডাকাডাকি শুরু হয়, সাঢড়া না মিলতেই দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: 'কাশ্মীর ফাইলসের' পর এবার 'বেঙ্গল ফাইলস'? শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে জল্পনা!
ওই যুবকের কাকিমা নবমিতা বিশ্বাস বলেন, " বাড়ি ফিরে হঠাৎ দরজা বন্ধ করে দেওয়াই আমাদের সন্দেহ হয় কিছুক্ষণ পর ডাকাডাকি শুরু করি তারপর দরজা ভেঙে উদ্ধার করা হয়। অনলাইন টাকা ট্রান্সফারের দোকান ছিল। সেখানে কোনোভাবে টাকা খুইয়ে এই বিপত্তি কিনা তা আমরা বলতে পারব না"। নাম প্রকাশে অনিচ্ছুক মৌসমের এক বন্ধু জানিয়েছে " বিভিন্ন অনলাইন গেমে পয়সা খেলতো মৌসম, বেশ কয়েক দফায় মোটা অংকের টাকা খুইয়েছে , তার কারনে আত্মহত্যা করে থাকতে পারে"।
আরও পড়ুন: ট্রেনের টিকিট পরীক্ষা করেন TTE ও TC, দুজনের পার্থক্য জানেন? ৯৯% মানুষ জানেন না
করিমপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তেহটটো মহকুমা পুলিশ আধিকারিক সরকার জানিয়েছেন, " দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে , তদন্ত চলছে"।----Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lottery, West Bengal news