Suvendu Adhikari: 'কাশ্মীর ফাইলসের' পর এবার 'বেঙ্গল ফাইলস'? শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে জল্পনা!
- Published by:Suman Biswas
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী বলেন,' কাশ্মীর এখন ঠান্ডা হয়ে গেছে বলেই তো রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধিরা বরফ নিয়ে খেলছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে ঠান্ডা করার দরকার আছে।''
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: 'কাশ্মীর এখন ঠান্ডা হয়ে গেছে। এবার ঠান্ডা করার সময় এসেছে বাংলার। অভিনেতা অনুপম খেরের কাছে আমি আবেদন রেখেছি কাশ্মীর ফাইলসের পর এবার বেঙ্গল ফাইলস তৈরি করুন'। বললেন শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এও বলেন,' আমি অনুপমজীকে বলেছি, বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার বেঙ্গল ফাইলস সিনেমা করুন'। 'বাংলার পোস্ট পোল ভায়োলেন্স কোনও রাজনৈতিক হিংসা নয়, হিন্দু ও দলিতদের ওপর বুলডোজার চালিয়েছে শাসক দল'।
এও দাবি করে শুভেন্দু বলেন,' কাশ্মীর এখন ঠান্ডা হয়ে গেছে বলেই তো রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধীরা বরফ নিয়ে খেলছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে ঠান্ডা করার দরকার আছে। ৭২ টা জায়গায় রাজনৈতিক স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার বিএসএফকে জায়গা দেয়নি চৌকি করার জন্য। এই সমস্ত এলাকা দিয়েই সন্ত্রাসবাদীরা বাংলায় প্রবেশ করে দেশ বিরোধী কাজ করছে। গোটা দেশের করিডর হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বাংলা'।
advertisement
advertisement
রবিবার ভারতীয় জাদুঘরে 'খোলা হাওয়া' আয়োজিত এক অনুষ্ঠানে এসে কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও অভিনেতা অনুপম খেরের বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্যকে পূর্ণ সমর্থন জানালেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'কাশ্মীর ফাইলস' এর পর এবার কি 'বাংলা ফাইলস'! কাশ্মীর ফাইলস ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বক্তব্যে জল্পনা শুরু। কটাক্ষের সুরে বিবেক বললেন, 'বাংলা কাশ্মীর হয়ে যাওয়ার আগেই এই কাজ শেষ করে ফেলতে হবে'।
advertisement
কাশ্মীর ফাইলস নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এবার বিবেক অগ্নিহোত্রীর বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাংলা আগে কি ছিল, এখন কি হয়েছে। মূলত এই বিষয়কে নিয়েই নিজের নতুন সিনেমার কথা জানান বিবেক অগ্নিহোত্রী। গতকালের অনুষ্ঠানে বিবেক অগ্নিহোত্রী দাবি করে বলেন, 'বাংলায় ৩০০- ৪০০টি মিনি কাশ্মীর রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী হিংসার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারেননি। কলকাতায় এসে এমনই বিস্ফোরক অভিযোগ করেন 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। আর অনুপম খেরের আর্জি,' বাংলাকে কাশ্মীর হতে দেবেন না'।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 4:48 PM IST