Kalyani Durga Puja 2022 II মধ্যরাতেও মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে জনসমুদ্র কল্যাণীতে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গোটা বাংলা কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের টুইন টাওয়ার জ্বরে কাবু বর্তমানে। চলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গত দুবছর করো না মহামারীর কারণে সেভাবে যমকপূর্ণভাবে কোন উৎসবই পালন করা হয়নি।
#কল্যানী : গোটা বাংলা কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের টুইন টাওয়ার জ্বরে কাবু বর্তমানে। চলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গত দুবছর করো না মহামারীর কারণে সেভাবে যমকপূর্ণভাবে কোন উৎসবই পালন করা হয়নি। সময় পাল্টেছে পরিস্থিতি বদলেছে। আবারও পুরোনো ছন্দে ফিরে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এবং সেই চিত্রই দেখা গেল নদিয়ার কল্যাণীতে। পুজো শুরু হতে না হতেই মধ্যরাতেও কাতারে কাতারে ভিড় কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পূজা প্যান্ডেল দেখতে।
পুজোর মাসখানেক আগে থেকেই সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল নদিয়ার কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেল। প্যান্ডেলটি উচ্চতা ১৫০ ফুটেরও বেশি গোটা প্যান্ডেলটি সাজানো হয়েছে উন্নত মানের আলোকসজ্জা দিয়ে। সূর্যের আলো নিভলে পরে সেই আলো জ্বালিয়ে সেই আলোর খেলায় বাজানো হচ্ছে সুন্দর মিউজিক। আর তাতেই ফুটে উঠছে মালয়েশিয়ার আদলে বানানো টুইন টাওয়ারের আসল রূপ। আট থেকে আশি প্রত্যেকেই টুইন টাওয়ারের নিচে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র একটিবার সামনে থেকে দেখার আশায়।
advertisement
আরও পড়ুনঃ সমগ্র নদিয়াবাসীর মঙ্গল কামনায় রাজবাড়ীতে শুরু হল যজ্ঞ
মন্ডপের ব্যারিকেড দিয়ে প্রবেশ পথেই কেউ তুলে নিচ্ছেন নিজস্বী কেউ বা নিজের স্মার্ট ফোন দিয়ে তুলে রাখছেন টুইন টাওয়ারের ছবি। মন্ডপের ভেতরের কারুকার্য করা হয়েছে একাধিক কাচ দিয়ে। মন্ডপ কারিগরেরা অতি নিপুন হাতের দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন মন্ডপের ভেতরের সাজ সরঞ্জামও। মোবাইলে ছবি তুলতে গিয়ে অনেক সময় ভিড় জমে যাচ্ছে দর্শনার্থীদের মধ্যে, সেই কারণে একাধিকবার দর্শন থেকে সামাল দিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে মন্ডপ কর্তৃপক্ষদের। কলকাতার পাশাপাশি থিমের পুজোতে তালে তাল মিলিয়ে জেলাগুলিও যে চলছে তা বলাই বাহুল্য।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
First Published :
October 01, 2022 12:25 PM IST