Nadia News: সমগ্র নদিয়াবাসীর মঙ্গল কামনায় রাজবাড়ীতে শুরু হল যজ্ঞ

Last Updated:

দূর্গা পূজার এখনও দিন তিনেক বাকি থাকলেও মহালয় দিয়েই শুরু হয়ে গিয়েছে পূজো পুজো ভাব। তার কারণ কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে দিয়েছেন ইতিমধ্যেই একাধিক প্যান্ডেল।

+
title=

#কৃষ্ণনগর : দূর্গা পূজার এখনও দিন তিনেক বাকি থাকলেও মহালয় দিয়েই শুরু হয়ে গিয়েছে পূজো পুজো ভাব। তার কারণ কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে দিয়েছেন ইতিমধ্যেই একাধিক প্যান্ডেল। শুধু কলকাতায় নয়, ভার্চুয়ালি তিনি উদ্বোধন করেন জেলার একাধিক প্যান্ডেলগুলিও। সেই কারণেই ইতিমধ্যেই বড় বড় বিশেষত থিমের পুজো মন্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। থিমের পুজোর রমরমা যতই থাকুক না কেন নদিয়া জেলার ঐতিহ্য কৃষ্ণনগর রাজবাড়ির পুজো একদিন হলেও দেখতে আসবেন গোটা নদিয়াবাসী।
রাজবাড়ীর দুর্গাপুজোর রয়েছে একাধিক বিশেষ নিয়ম কানুন। প্রতিবারের মতো এবারও প্রতিপদ থেকেই জ্বলে উঠলো হোম কুণ্ডলী, চলবে নবমী পর্যন্ত। প্রতিপদ থেকেই নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ীতে জ্বলে উঠল হোম কুণ্ডলী। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত রাজবাড়ীর রাজরাজেশ্বরীর হোম কুন্ডলী চলবে নবমী পর্যন্ত। এই রীতি রয়েছে বহু প্রাচীনকাল থেকেই। আর এই হোম কুন্ডলীর মাধ্যমেই দুর্গাপুজোর সূচনা হয়ে গেল কৃষ্ণনগর রাজবাড়িতে। রাজবাড়ির রাজ পুরোহিত ছাড়া এদিন এই পুজোয় উপস্থিত ছিলেন বর্তমান রাজ পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ জলঙ্গি নদীকে বাঁচাতে কৃষ্ণনগরে পদযাত্রার আয়োজন
রাজবাড়ির রাজ দালানের দেবী রাজরাজেশ্বরীর ডান প্রান্তে তৈরি রয়েছে বিশালাকার একটি হোম কুণ্ডলী। এখানেই প্রতিপদ থেকে শুরু হওয়া হোম অনবরত চলতে থাকবে নবমী পর্যন্ত। শুধু রাজ পরিবারের মঙ্গল নয়, সমগ্র নদিয়াবাসীর মঙ্গল কামনাতেই এই হোম কুণ্ডলী জ্বলে ওঠে বলে জানান বর্তমান রানিমা অমৃতা দেবী। প্রতিপদ থেকে শুরু হওয়া রীতি অনুযায়ী এই হোম কুন্ডলীতে প্রচুর পরিমাণে বেলকাঠ, ঘি, গঙ্গাজল প্রয়োজন হয়। বর্তমানে রাজবাড়ির রাজ পুরোহিতদের দ্বারা অনবরত জ্বলতে থাকে এই হোম কুণ্ডলী।
advertisement
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সমগ্র নদিয়াবাসীর মঙ্গল কামনায় রাজবাড়ীতে শুরু হল যজ্ঞ
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement