Nadia News: ৫০ টন ইলিশ পৌঁছে গেল এই জেলায়, পুজোর মুখে বাংলার বাজার এখন ইলিশময়
- Reported by:MAINAK DEBNATH
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
Nadia News: বাংলাদেশের বাণিজ্যিক দফতর সূত্রে জানা গিয়েছে মোট ৭৯ টি সংস্থাকে ইলিশ রফতানির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে
নদিয়া: ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ন’টি ট্রাকে প্রায় ৫০ টন পদ্মার ইলিশ বাংলাদেশ থেকে ভারতে পৌঁছালো, নদিয়ার বাজারগুলি হয়ে উঠল ইলিশময়। ভারতেরও বিভিন্ন রাজ্যে বেশ কয়েক ট্রাক মাছ পৌঁছাবে বলে জানা গিয়েছে। এই ইলিশ মাছের জন্য অপেক্ষায় ছিল বাঙালি । দুর্গাপুজোর মাত্র আর কয়েকটা দিন এই উৎসবের আগেই খুশির হাওয়া বাঙালির মধ্যে।
জানা গিয়েছে এই ইলিশ রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামিকালের মধ্যেই পৌঁছে যাবে । এক একটি গাড়ি তে ৪-৫ টন করে মাছ আসছে । জানা গিয়েছে দুই একদিনের মধ্যে আরও ইলিশ আসার কথা।
advertisement
বাংলাদেশের বাণিজ্যিক দফতর সূত্রে জানা গিয়েছে মোট ৭৯টি সংস্থাকে ইলিশ রফতানির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত দফায় দফায় আসবে ইলিশ । মোট ৩৯৫০ মেট্রিক টন ইলিশ আসবে বঙ্গে ।
advertisement
পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট ফিরোজ মন্ডল বলেন, বঙ্গে প্রথম পদ্মা ইলিশ ঢুকল। এখন ন’টি গাড়ি এসেছে পরে আরও তিনটে গাড়ি আসবে । এখনও অব্দি প্রায় ৪৫ টন মাছ এসেছে । স্বভাবতই সামনে পুজো আর তার আগে জেলায় অঢেল ইলিশ পেয়ে আমোদ এবং ভোজনপ্রিয় বাঙালি খুশিতে মশগুল।
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 23, 2023 6:05 PM IST









