হোম /খবর /নদিয়া /
২০ ফুটের এই গোপাল মূর্তি কোন‌ও মৃৎশিল্পী তৈরি করেন না!

Nadia News: শান্তিপুরে জমজমাট গোপাল পুজো, মৃৎশিল্পী ছাড়াই তৈরি হয় ২০ ফুটের মূর্তি!

X
title=

ফটক পাড়ার পুজোয় গোপালের মূর্তি কোন‌ও মৃৎশিল্পী তৈরি করেন না। এলাকারই এক ব্যক্তি স্থানীয় যুবকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রায় ২০ ফুট উচ্চতার গোপাল মূর্তি তৈরি করেন।

  • Share this:

নদিয়া: দোল উপলক্ষে শান্তিপুরে হয় বারোয়ারি গোপাল পুজো। রাজ্যের মধ্যে সবচেয়ে বড় গোপাল মূর্তির আরাধনা এখানেই হয়। ফটক পাড়া ও চাঁদনি পাড়ার গোপাল পুজো একে অপরকে টেক্কা দেয়। এদিকে ফটক পাড়ার পুজোয় গোপালের মূর্তি কোন‌ও মৃৎশিল্পী তৈরি করেন না। এলাকারই এক ব্যক্তি স্থানীয় যুবকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রায় ২০ ফুট উচ্চতার গোপাল মূর্তি তৈরি করেন। ঠাকুরের সাজসজ্জাও তাঁরা তৈরি করেন।

ফটক পাড়ার পাশেই অবস্থিত চাঁদনি পাড়া। সেখানেও আরাধনা হয় বিশাল গোপাল মূর্তির। এখানকার প্রতিমার উচ্চতা প্রায় ১৫ ফুট। গত ৬১ বছর ধরে দোলের সময় এই পুজো হয়ে আসছে। সব মিলিয়ে দোলকে কেন্দ্র করে শান্তিপুর জমজমাট গোপাল পুজোয় মেতে ওঠে।

আরও পড়ুন: সরকারি স্কুলে চাকরির জোটেনি তো কী হয়েছে! একরাশ স্বপ্ন চোখে নিয়ে বিনামূল্যেই চলছে শিক্ষাদান

চাঁদনি পাড়ার পুজো উদ্যোক্তারা জানান, তাঁদের পুজো ৬১ বছরের পুরনো হলেও সুবিশাল গোপাল মূর্তি আসছেন গত ৩৮ বছর ধরে। অনেকেই মানত করে পুজো দেন এখানে। নানান ফল ও মিষ্টির ডালি দিয়ে সাজানো হয় গোপালের ভোগ। শান্তিপুরের এই গোপাল পুজো দেখতে ভিড় করেন দূর দূরান্তের মানুষ।

মৈনাক দেবনাথ

Published by:kaustav bhowmick
First published: